Monday, August 25, 2025

আগেই ছেড়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা, স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠি প্রসঙ্গে মন্তব্য বাবুলের

Date:

আগেই চিঠি দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছেন। তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হল- এই বিবৃতি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে নবান্নে সাক্ষাৎ করে বেরিয়ে জানালেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। সোমবার, দুপুর ২.১০ নাগাদ নবান্নে যান বাবুল। নিজেই গাড়ি চালিয়ে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যসভার দলনেতা ডেরেক ও ‘ব্রায়েন (Derek O’Brian)। আধঘণ্টা কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠকে ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)।

নবান্ন থেকে বেরনোর মুখে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি ছেড়ে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। গলায় জড়ানো কাঁথা কাজের উত্তরীয়। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখেই কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। রবিবারই কেন্দ্রীয় সরকার প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, বাবুল সুপ্রিয়র জেড ক্যাটেগরি নিরাপত্তা তুলে নেওয়া হল। এই প্রসঙ্গে নিজের মোবাইলে একটি চিঠি দেখান বাবুল। বলেন, “৩ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লিখে আমার নিরাপত্তা তুলে নিতে বলেছিলাম। তারপর যতবার কলকাতা যাতায়াত করেছি, কোনও নিরাপত্তা ছাড়াই করেছি। ফলে নিরাপত্তা তুলে নেওয়ার চিঠি আপাতত অবান্তর। প্রায় এক মাস ধরে আমার কোনও নিরাপত্তা নেই”।

আরও পড়ুন:অভিষেকের পদযাত্রায় বাধা: ত্রিপুরা সরকারকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, “মঙ্গলবার দিল্লি যাব। লোকসভার অধ্যক্ষের সময় চেয়েছি। উনি সময় দিলে বুধবার দেখা করব। কোনওরকম হ্যাঙ্কিপ্যাঙ্কি না করে বুধবারই আসানসোলের সাংসদ পদ থেকে পদত্যাগ করব”। এর আগে শনিবার সাংবাদিক বৈঠকেও সাংসদ পদ থেকে ইস্তফার দেওয়ার সিদ্ধান্তের কথা জানান বাবুল।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version