সুস্মিতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না রাজ্যসভায় শক্তিতে ‘দুর্বল’ বিজেপি

রাজ্যসভায় শক্তিতে এঁটে ওঠা সম্ভব নয় বুঝতে পেরেই, তৃণমূলের সুস্মিতা দেবের (Sushmita Dev) বিরুদ্ধে প্রার্থী দেবে না বলে জানাল বিজেপি। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) এদিন টুইটে এ কথা জানান। যদিও তাঁর দাবি, ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনকে টার্গেট করেই তাঁদের এই সিদ্ধান্ত। কিন্তু এর সঙ্গে রাজ্যসভায় প্রার্থী না দেওয়ার কী সম্পর্ক তা অবশ্যই তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। রাজনৈতিক মহলের মতে রাজ্যসভায় শক্তিতে তারা ‘দুর্বল’ বুঝতে পেরেই এই সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। অর্থাৎ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে চলেছেন সুস্মিতা।

 

রাজ্যসভায় মানস ভুঁইয়ার (Manas Bhuiya) ছেড়ে যাওয়া আসনে ভোট ৪ অক্টোবর।তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে সুস্মিতা দেবের নাম। সোমবার, তিনি মনোনয়ন জমা দেন। এই পরিস্থিতিতে সুস্মিতার বিরুদ্ধে রাজ্য বিজেপি কাকে প্রার্থী দেয় তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু রাজ্যসভার ভোটে শক্তির নিরিখে জেতা সম্ভব নয় বুঝেই প্রার্থী দিচ্ছে না বিজেপি। শুভেন্দু অধিকারী এদিন টুইটে জানান, “রাজ্যসভার ভোটে প্রার্থী দিচ্ছে না বিজেপি”। শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনও প্রার্থীকে মনোনীত করছে না। ফল পূর্ব নির্ধারিতই রয়েছে।” অর্থাৎ, এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে চলেছেন সুস্মিতা দেব।

advt 19

 

 

Previous article‘বাংলার বাড়ি’’ প্রকল্পের ঘরে ঘরে শোভা পাবে মুখ্যমন্ত্রীর আঁকা লোগো
Next articleCBI এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ