Saturday, August 23, 2025

সুস্মিতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না রাজ্যসভায় শক্তিতে ‘দুর্বল’ বিজেপি

Date:

রাজ্যসভায় শক্তিতে এঁটে ওঠা সম্ভব নয় বুঝতে পেরেই, তৃণমূলের সুস্মিতা দেবের (Sushmita Dev) বিরুদ্ধে প্রার্থী দেবে না বলে জানাল বিজেপি। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) এদিন টুইটে এ কথা জানান। যদিও তাঁর দাবি, ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনকে টার্গেট করেই তাঁদের এই সিদ্ধান্ত। কিন্তু এর সঙ্গে রাজ্যসভায় প্রার্থী না দেওয়ার কী সম্পর্ক তা অবশ্যই তা স্পষ্ট করেননি বিরোধী দলনেতা। রাজনৈতিক মহলের মতে রাজ্যসভায় শক্তিতে তারা ‘দুর্বল’ বুঝতে পেরেই এই সিদ্ধান্ত গেরুয়া শিবিরের। অর্থাৎ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে চলেছেন সুস্মিতা।

 

রাজ্যসভায় মানস ভুঁইয়ার (Manas Bhuiya) ছেড়ে যাওয়া আসনে ভোট ৪ অক্টোবর।তৃণমূলের তরফে ঘোষণা করা হয়েছে সুস্মিতা দেবের নাম। সোমবার, তিনি মনোনয়ন জমা দেন। এই পরিস্থিতিতে সুস্মিতার বিরুদ্ধে রাজ্য বিজেপি কাকে প্রার্থী দেয় তা নিয়ে জল্পনা ছিল। কিন্তু রাজ্যসভার ভোটে শক্তির নিরিখে জেতা সম্ভব নয় বুঝেই প্রার্থী দিচ্ছে না বিজেপি। শুভেন্দু অধিকারী এদিন টুইটে জানান, “রাজ্যসভার ভোটে প্রার্থী দিচ্ছে না বিজেপি”। শুভেন্দু লেখেন, “পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনও প্রার্থীকে মনোনীত করছে না। ফল পূর্ব নির্ধারিতই রয়েছে।” অর্থাৎ, এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ নির্বাচিত হতে চলেছেন সুস্মিতা দেব।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version