Thursday, November 13, 2025

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে কোণঠাসা করার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার। সেই তালিকায় তলব করা হয়েছিল রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে (Manas Bhuiya)। তিনি জানান, প্রবল বৃষ্টিতে জলমগ্ন সবং বিধানসভা কেন্দ্র। সেখানের কাজ তদারকিতে ব্যস্ত তিনি। সে কারণে সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না। এরপরই আইকোর (ICore) মামলার তদন্তে মন্ত্রী মানস ভুঁইয়াকে খাদ্য ভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের 3 আধিকারিক। দু’ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।

আইকোর মামলায় মানস ভুঁইয়াকে জেরা করতে চেয়ে ১৯ সেপ্টেম্বর নোটিশ পাঠানো দেয় সিবিআই। কিন্তু এলাকার বিধায়ক হিসাবে মানুষের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দেন মানস। তাই বানভাসী পরিস্থিতিতে তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দিয়ে ছিলেন। এরপরই সোমবার খাদ্য ভবনে তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করতে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে। এর আগে আইকন বাংলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার, মানস ভুঁইয়া। সূত্রের খবর এই দুজনের বয়ান মিলিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন- রাজ্যে নতুন চটকল তৈরিতে ৩০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত গ্লস্টারের

 

 

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version