Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আপ্লুত, দল যে দায়িত্ব দেবে পালন করব: বাবুল

Date:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি আপ্লুত। সোমবার, নবান্নে আধঘন্টা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বেরিয়ে সংবাদমাধ্যমকে জানালেন সদ্য তৃণমূলে (Tmc) যোগ দেওয়া বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। দলে যোগ দেওয়ার পর, প্রথমবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাত্‍ করলেন বাবুল। সাক্ষাতের পর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, “ওঁরা যা দায়িত্ব দেবেন, আমি পালন করব।”

পূর্বনির্ধারিত সূচি মেনেই সোমবার দুটো নাগাদ নবান্নে পৌঁছান বাবুল সুপ্রিয়। প্রায় 30 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে কথা বলেন তিনি। অন্য দল থেকে আসার পরেও যেভাবে তাঁকে তৃণমূলে যেভাবে স্বাগত জানানো হয়েছে, তাতে তিনি অত্যন্ত খুশি বলে জানান বাবুল। সুযোগ দেওয়ার জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay ) তিনি কৃতজ্ঞ বলেও জানান।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী তাকে গানের জগতে ফিরে আসার কথা বলায় খুবই উৎসাহিত বাবুল সুপ্রিয়। বিজেপিতে যোগ দেওয়ার পর গানের জগৎ থেকে একেবারেই দূরে সরে যেতে হয়েছিল শিল্পীকে। বাংলার মুখ্যমন্ত্রী বরাবরই শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক। পুজোতেও তিনি গান গাইতে বলেছেন বলে জানিয়েছেন বাবুল। কী গান গাইবেন? উত্তরে বাবুল বলেন, “আমাকে যে গান গাইতে দেওয়া হবে, আমি তাই গাইব। আমি একজন প্রফেশনাল সিঙ্গার”।

তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই ফের বাবুলকে ঘিরে ঝালমুড়ি প্রসঙ্গ উঠছে। এদিন তার যোগ্য জবাব দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বলেন, “এখন বেশি চলছে ইউরিয়া দেওয়া মুড়ি। দিদি এইসব মুড়ি খেতে বারণ করেছেন। আমি এখন ভালো চলের গ্রামের ভাজা সরু মুড়ি সন্ধান করছি।’

এদিন বাবুলের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছিল তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করে তিনি সত্যিই খুব আপ্লুত। বিরোধীদল থেকে গিয়ে তৃণমূলে যে সম্মান-অভ্যর্থনা তিনি পেয়েছেন, তাতে তিনি বেজায় খুশি। পাশাপাশি, নিজের ভালোবাসার জগৎ সংগীতে যে তিনি ফিরতে পারবেন, সেটাও তাঁর কাছে সদর্থক বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version