Wednesday, August 27, 2025

সোমবার ভোররাতেই আগুন। সোনারপুরের কারবালা এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন ছড়াতেই দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। ঘণ্টা দেড়েক পর কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন।ঘটনাস্থলে পৌঁছেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন:রাতভর তুমুল বৃষ্টিতে জলে থৈ থৈ তিলোত্তমা,দিনভর বৃষ্টির সতর্কতা জারি

স্থানীয় সূত্রের খবর,সোনারপুরের কারবালা এলাকায় ভোর সাড়ে চারটে  আচমকাই বাজ পড়ে।বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। তখনই তাঁরা কারখানার শেড দিয়ে কালো ধোঁয়া দেখতে পান।কিছুক্ষণের মধ্যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন।এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে প্রথম দিকে সমস্যা হওয়ায় পরে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানাটিতে মূলত জুতোর আঠা তৈরি হত। কিন্তু ঘিঞ্জি এলাকায় কারখানাটি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে।  আরও একটি কারখানা থাকায় আতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। তাছাড়াও ওই এলাকাও যথেষ্ট ঘিঞ্জি জনবসতিপূর্ণ। ফলে বসত বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ার ভয় থাকে।

রাতভর বৃষ্টিতে ব্যাহত হয় আগুন নেভানোর কাজও। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আরও একটি ইঞ্জিন। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজ থেকে শর্টসার্কিটের জেরেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version