Friday, August 22, 2025

২২ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের তৃণমূল, ২টোয় শুনানি

Date:

বিজেপির(BJP) রেল ধর্মঘটের অজুহাতে গত ১৫ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায়(Tripura) পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। এরপর ১৬ তারিখ ‘গেরুয়া শিবিরের চাপে’ প্রশাসনের তরফে পদযাত্রার অনুমতি না মেলায় পর তৃতীয় দিন ঠিক হয়েছিল ২২ সেপ্টেম্বর। একইসঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যদি পুলিশ(Police) পদযাত্রার অনুমতি না দেয় সে ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবে তৃণমূল(TMC)। তবে এখনও পর্যন্ত সেই পদযাত্রার অনুমতি মেলেনি। যার জেরে ২২ সেপ্টেম্বর ত্রিপুরায় মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের(High Court) দ্বারস্থ হলো তৃণমূল শিবির। সোমবার দুপুর দুটোয় এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২৩-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় তৃণমূলের সংগঠন যত শক্ত হয়ে উঠছে ততই হামলা ও মামলা পন্থায় বিরোধীদের কোণঠাসা করতে চাইছে বিজেপি। এই পরিস্থিতিতে ত্রিপুরার মাটিতে চলছে রক্তাক্ত হামলা। বাদ যাচ্ছে না সংবাদমাধ্যমও। এরই প্রতিবাদে ত্রিপুরায় পদযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। তবে নানা অছিলায় সেই পদযাত্রার অনুমতি দেয়নি প্রশাসন। এরই প্রতিবাদে সোমবার আদালতের দ্বারস্থ হয় তৃণমূল শিবির। এদিকে তৃণমূলের মিছিল আটকাতে ২২ সেপ্টেম্বর ফের একবার রেল ধর্মঘটের ডাক দিয়েছে বিজেপি। সম্প্রতি এই সংক্রান্ত এক পোস্টারও প্রকাশ্যে আনা হয়েছে। এই পোস্ট টুইটারে শেয়ার করে বিজেপিকে রীতিমতো তোপ দেগেছেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:ঘূর্ণাবতের সঙ্গে ভরা কোটালের জের, বন্ধ লকগেট,দুর্ভোগে শহরবাসী

গেরুয়া শিবিরের ষড়যন্ত্র প্রসঙ্গে সোমবার টুইট করে রীতিমতো তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক কুণাল ঘোষ। বিজেপিকে কটাক্ষ করে তিনি লেখেন, “আবার বাধার চক্রান্ত। ওরা হামলায় বীর। মামলায় বীর। রাজনীতিতে দেউলিয়া কাপুরুষ। অভিষেকের পদযাত্রার ভয়ে কত কী! 15/9 রেল ধর্মঘট ডাকল। আমরা মিছিল করিনি। ওরা তুলে নিল। এবার আবার। কোর্টে দেখা হবে। রাজপথেও।” এছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের তরফে কুণাল ঘোষকে যে সমন পাঠানো হয়েছিল সে প্রসঙ্গে তিনি লেখেন, “আর হ্যাঁ, নোটিসের 10 দিন লাগছে না। 4 দিনের মাথায় কাল খোয়াই থানা যাব।”

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version