আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই দুরন্ত জয় পায় কলকাতা নাইন রাইর্ডাস( kkr)। সোমবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে(Rcb) ৯ উইকেটে হারায় ইয়ন মর্গানের( Eoin Morgan) দল। তবে এই জয়ে এখনই আনন্দে ভাসতে রাজি নন কেকেআর অধিনায়ক। বললেন, এখনও অনেকটা পথ যেতে হবে আমাদের।

সোমবার ম্যাচের পর কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেন, “এখনও অনেক রাস্তা বাকি আমাদের। অনেক কিছু ঠিকঠাক করতে হবে। শুরুটা ভাল ভাবেই হল। কিন্তু বাকি পথেও একই আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। এখনও পর্যন্ত বেশির ভাগ ম্যাচেই প্রত্যাশা মতো জ্বলে উঠতে পারিনি আমরা। সোমবারের মতো পারফরম্যান্স হয়তো রোজ রোজ আসবে না। কিন্তু আত্মবিশ্বাস রাখতেই হবে। সোমবারের ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলির মতো মূল্যবান উইকেট পরপর পেয়ে গিয়েছি আমরা। আমাদের দলে প্রতিভার অভাব নেই। কিন্তু মাঠে গিয়ে সেটা দেখাতে না পারলে কিছুই হবে না।”
আরও পড়ুন:বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কড়া চিঠি দিলেন বিহার ক্রিকেটের সচিব
