জম্মু-কাশ্মীরে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার, আহত দুই

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার শিবগড় ধারে ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার। আহত হয়েছেন দুই সেনা। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকায় অতিরিক্ত কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

ডিআইজি সুলেমন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উদ্ধারকার্য চলছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আহত দুই সেনাকে বের করে আনতে সক্ষম হয়েছে তারা।

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদ শেষ হতেই ত্রিপুরা থানায় অসুস্থ কুণাল, ভর্তি হাসপাতালে

খারাপ আবহাওয়ার কারণে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দুর্ঘটনার সম্মুখীন হয়। হেলিকপ্টারটি ভেঙে পড়েছে নাকি দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পাইলট এবং কো-পাইলট উভয়ই জখম হয়েছেন। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ আধিকারিকরা।

advt 19

 

Previous articleপাক সীমান্ত বরাবর ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, কড়া পাহাড়ায় ভারতীয় জওয়ানরা
Next articleমহন্ত নরেন্দ্র গিরির অস্বাভাবিক মৃত্যুতে ধৃত শিষ্য