Monday, November 3, 2025

বাবুলকে ব্যক্তি আক্রমণের জন্য ক্ষমা চাইলেন জিতেন্দ্র তিওয়ারি, কেন জানেন?

Date:

বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদানের পরই তাঁকে তীব্র আক্রমণ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি । বাবুলকে ‘প্ল্যাটফর্ম সিঙ্গার’ রানু মণ্ডলের (Ranu Mondal) সঙ্গে তুলনা করেছিলেন আসানসোলের এই বিজেপি নেতা। মঙ্গলবারই নিজের ভুল স্বীকার করলেন তিনি। ফেসবুক পোস্ট করে বাবুলের কাছে ক্ষমা চাইলেন জিতেন্দ্র। আর কখনও বাবুলকে ব্যক্তিগত আক্রমণ করবেন না বলেও জানিয়েছেন তিনি।ফেসবুক পোস্টে জিতেন্দ্র তিওয়ারি লেখেন, ‘আমি খুবই দুঃখিত। আমার মন্তব্য বাবুল সুপ্রিয়কে আঘাত করেছে। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে কেবল রাজনৈতিকভাবেই লড়াই করব।’

এই পোস্টের মাধ্যমে তিনি যে কার্যত নিজের ভুল স্বীকার করে নিয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও কারও কারও মতে, বাবুলকে না চটিয়ে আদতে জিতেন্দ্র ভবিষ্যতে তৃণমূলে তাঁর ঘরওয়াপসির পথই প্রশস্ত করে রাখতে চাইছেন।

আরও পড়ুন- পেট্রোলিয়াম মন্ত্রীকে নিয়ে ভবানীপুরে প্রচার বিজেপি প্রার্থীর, কটাক্ষ তৃণমূল কাউন্সিলরের

ঘটনার সূত্রপাত সোমবার জিতেন্দ্র তিওয়ারির এক মন্তব্যকে ঘিরে।ওইদিন তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয় যেমন গান করেন, রানু মণ্ডলও তো গান করেন। তাঁর (বাবুল) গান যেমন ভালো লাগে, তেমন রানু মণ্ডলেরও গান ভালো লাগে সবার।’ বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর স্বভাবতই তাঁর সঙ্গে রাজনৈতিক বৈরিতা এসেছে জিতেন্দ্রর। যদিও এই বৈরিতা নতুন নয়। এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসার সময় জিতেন্দ্রকে দলে নেওয়ার বিষয়ে মত ছিল না বাবুলের। আর এবার বাবুলের দলবদলে তাঁকে কটাক্ষ করতে ছাড়লেন না জিতেন্দ্র। শিল্পী হিসাবে বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত কোনও ইমেজ নেই বলেও তোপ দাগেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে বাবুল সুপ্রিয়র পরাজয়ের উল্লেখ করে জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘যে কারণে তাঁর (বাবুল সুপ্রিয়) খ্যাতি, গান করেন আর্টিস্ট, সেই আর্টিস্টদের জায়গা টালিগঞ্জে তো অরূপদার কাছে ৫৪ হাজার ভোটে হেরেছিলেন।’

একইসঙ্গে আসানসোলে দলের ক্যারিশমার জন্যই বাবুল সুপ্রিয় সাংসদ হয়েছেন দাবি জানিয়ে প্রাক্তন মেয়রের দাবি, ‘এখানে উনি যতবার জিতেছেন মোদিজির মুখ এবং বিজেপির সাংগঠনিক ক্ষমতার জন্য। তাঁর ব্যক্তিগত কোনও ইমেজ নেই। ব্যক্তিগত ইমেজ থাকলে ৫৪ হাজার ভোটে হারত না।’

 

 

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...
Exit mobile version