Tuesday, November 4, 2025

ক্রমশ খারাপ হচ্ছে আবহাওয়া, এবার ঘূর্ণিঝড়ে তছনছ খড়্গপুর

Date:

লাগাতার বৃষ্টি চলছে বঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, নিম্নচাপে সরে গিয়ে ঝাড়খন্ডে অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

এরইমধ্যে বুধবার সকালে রূপনারায়ণ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর জখম আরও দু’জন। মহিষাদলের গাজিপুরের ঘটনা। আবহাওয়ার এই ভয়াবহ পরিস্থিতিতে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় টর্নেডো ঝড়ের খবর পাওয়া গিয়েছে। এবার ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল খড়্গপুরের পূর্ব অম্বা গ্রাম।

আরও পড়ুন: শংসাপত্রে ভরসা নেই UK-র, কোভিশিল্ড নিলেও কোয়ারেন্টাইনের নির্দেশিকা ভারতীয়দের জন্য

মঙ্গলবার রাতে প্রায় ৭০-৭৫টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ির উপরে। মাটির বাড়ির খড়ের চাল উড়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা সাফাইয়ে হাত লাগিয়েছেন স্থানীয়রাই। চলছে গাছ সরানোর কাজ, নিকাশি ব্যবস্থার কাজ। এলাকার পঞ্চায়েত সদস্য ত্রিপল দিয়ে সাহায্য  করতে এসেছেন। যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের তরফে চালানো হচ্ছে উদ্ধারকাজ।

তবে আবহাওয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে পরিষ্কার জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,  বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version