Wednesday, August 27, 2025

ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipur By Poll) প্রচার থেকে বারেবারে অন্য রাজ্যে ঝাঁপানোর ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ভোটের পরেই তিনি ও তাঁর দল সেই কাজই শুরু করবেন বলো বার্তা দিয়েছেন। পড়শি রাজ্য ত্রিপুরাতে (Tripura) তো হটলিস্টে ইতিমধ্যেই ঢুকে পড়েছে। এরপর রয়েছে অসম, মেঘালয়, মিজোরামের মতো উত্তর-পূর্বের রাজ্যগুলি। কিন্তু ঘাসফুলের সংগঠন বিস্তারে এরই মাঝে হঠাৎ ভেসে উঠেছে গোয়া (Goa)! অসমর্থিত তবে জোরালো একটি সূত্রের খবর, তৃণমূলের রাজনীতির জমি শক্ত করতে কয়েক মাসের মধ্যেই গোয়া যেতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা যাচ্ছে, প্রাথমিক ভাবে গোয়ায় সাংসদদের(MP) একটি প্রতিনিধি দল পাঠাতে পারে তৃণমূল। সেই টিম গোয়া ঘুরে এসে প্রাথমিক একটি রিপোর্ট জমা দেবে দলের কাছে। এ বিষয়ে গোয়ার বেশ কয়েক জন আঞ্চলিক নেতার সঙ্গে ইতিমধ্যে বৈঠকও হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে।

আরও পড়ুন-বিজেপি ভয় পেয়েছে, তৃণমূলকে আটকানো যাবে না; ত্রিপুরা থেকে ফিরে বিস্ফোরক কুণাল

উল্লেখ্য, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) হতে পারে। সেই ভোটের আসরে বিজেপির (BJP) বিপক্ষে মুখ্য বিরোধী দল হিসাবে উঠে আসতে চাইছে তৃণমূল। গোয়ায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prasanta Kishore) সংস্থা আই প্যাকের (IPAC) কয়েকশো সদস্য। তারা গোটা গোয়া চোষে ফেলে তৃণমূলের হয়ে জল মাপতে করতেও শুরু করেছে। সম্প্রতি নবান্নে (Nabanna) এক বৈঠকের মধ্যে দিয়ে গোয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে তৃণমূলের নীল নকশাও (Blue Print)।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version