Monday, August 25, 2025

রাহুল – প্রিয়াঙ্কা অপরিণত! সিধুকে আটকাতে মরিয়া অমরিন্দর দলের বিরুদ্ধেই বিদ্রোহী

Date:

পাঞ্জাবে (Punjab) সমস্যা মাথা চাড়া দিল কংগ্রেসের (Congress)৷ দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলেন সদ্য ইস্তফা দেওয়া মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং (Amrinder Singh Revolts )৷ ক্যাপ্টেন সাফ জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই নভজ্যোৎ সিং সিধুকে (Navjot Singh Sidhu) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে দেবেন না তিনি৷ প্রয়োজনে বিধানসভা নির্বাচনে সিধুর বিরুদ্ধে জোরালো প্রার্থী দাঁড় করিয়ে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন তিনি ভেস্তে দেবেন ৷ সিধুকে আটকাতে মরিয়া অমরিন্দর জানিয়ে দিয়েছেন, নিজের যে কোনও স্বার্থ জলাঞ্জলি দিতেও তৈরি তিনি৷ এমন কি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে অপরিণত বলতেও ছাড়েননি পাঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ইস্তফা দেওয়ার পর মুখ খুলে এ দিন কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও কড়া বেনজির আক্রমণ শানিয়েছেন অমরিন্দর৷ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে অপরিণত বলেও মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী (Amrinder Singh attacks )৷ তাঁর দাবি, কয়েক সপ্তাহ আগেই তিনি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন৷ কিন্তু সেই সময় তাঁকে নিরস্ত করেন কংগ্রেস সভানেত্রী৷
পাঞ্জাবে নির্বাচনের ঠিক চার মাস আগে গত শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর৷
সোনিয়া গান্ধীকে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, বার বার দল তাঁকে অপমান করেছে৷ তাঁকে না জানিয়েই পাঞ্জাবে বিধায়কদের বৈঠক ডাকা হয় বলেও অভিযোগ করেছেন অমরিন্দর৷এর ঠিক দু’ দিন পর গত সোমবার পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিং চান্নিকে নির্বাচন করে কংগ্রেস৷
এ দিন অমরিন্দর সিং যে হুঁশিয়ারি দিলেন, তাতে আগামী নির্বাচনে পাঞ্জাবে তিনিই কংগ্রেসের অন্যতম পথের কাঁটা হয়ে উঠতে পারেন৷ কারণ বুধবারের পর অমরিন্দর সিং-এর সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ অনেকই মনে করছেন, নিজের নতুন দল তৈরি করে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অমরিন্দর সিং৷

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version