খড়দার পর এবার দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ কিশোরীর

প্রতীকী ছবি

খড়দার পর দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে দক্ষিণ দমদমের বান্ধবনগরে।

পরিবার সূত্রে খবর, টিউশন পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে হাত দিতেই প্রথমে এক কিশোরী বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আর এক কিশোরী। খবর দেওয়া হয় দমদম থানায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলও। পরে দুই কিশোরীকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদের মধ্যে ১৪ বছরের এক কিশোরীর বাড়ি বান্ধবনগরে। অন্য কিশোরী দমদমেরই মতিঝিলের বাসিন্দা। তার বয়স ১২। এই ঘটনার পরেই গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

আরও পড়ুন- সুস্মিতার পর মুকুল? উত্তর-পূর্বে প্রভাব বাড়ছে তৃণমূলের!

advt 19

 

 

Previous articleসুস্মিতার পর মুকুল? উত্তর-পূর্বে প্রভাব বাড়ছে তৃণমূলের!
Next articleশারীরিক মিলনে দু’জনের সম্মতি থাকলে পকসো আইনে মামলা নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের