Saturday, August 23, 2025

ও লাভলি! ভবানীপুরে বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি, ফ্ল্যাগ-ফেস্টুনও লাগালেন মদন

Date:

তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বেশ কয়েকবারের বিধায়ক। বর্তমানেও তিনি কামারহাটির জনপ্রিয় বিধায়ক। খুব অল্প বয়স থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। তিনি মদন মিত্র। শাসক দল তৃণমূলের গ্ল্যামারাস, রঙিন নেতা।

যদিও মদন মিত্র নিজেকে সেই অর্থে নেতা মানতে নারাজ। এখনও নিজেকে আর পাঁচজন সাধারণ কর্মীদের মতোই ভাবেন। মাটিতে পা রেখে মানুষের মধ্যে মিশে যান। কর্মীদের সঙ্গেও। তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে পার্টির কাজ করেন। এখনও তার ব্যতিক্রম হয় না।

৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচন। প্রার্থী খোদ দলনেত্রী। তাই আলাদা একটা উৎসাহ-উদ্দীপনা রয়েছে। অনেক আগে থেকেই নেত্রীর হয়ে নিজে দেওয়াল লিখছেন। স্ট্রিট কর্নার করছেন। আর এবার ভবানীপুরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিলি করলেন মদন মিত্র।

আরও পড়ুন-আইনশৃঙ্খলা নিয়ে আলোচনায় নারাজ ত্রিপুরার স্পিকার, প্রতিবাদে ওয়াকআউট বামেদের

নিজের পাড়া ও গোটা ৭১ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকাল সকাল ভোটারদের বাড়ি গিয়ে ভোটার স্লিপ দেন মদন মিত্র। তাঁর সঙ্গে ছিলেন এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাবলু সিং ও বেশকিছু কর্মী-সমর্থক। ওয়ার্ডের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে যান নিজে বাইক চালিয়ে।

মানুষের বাড়ি বাড়ি গিয়ে ৩০ তারিখ সকাল সকাল ১ নম্বর বোতাম টিপে সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আহ্বান জানান মদন মিত্র। বুথে সকলকে কোভিড বিধি মেনে মাস্ক পড়ে যাওয়ার অনুরোধ করেন কামারহাটির বিধায়ক।

এখানেই শেষ নয়। তিনি কামারহাটির বিধায়ক হলেও তাঁর জন্মস্থান, রাজনীতি সবকিছুই ভবানীপুরে। তাই সাধারণ কর্মীদের সঙ্গে নিয়ে নিজে হাতে হোর্ডিং , ফ্ল্যাগ, ফেস্টুন লাগলেন মদন মিত্র। যা দেখে এলাকাবাসীরা বলছেন, “ও লাভলি…!”

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version