ফের মেসিকে পিছনে ফেলে দিলেন রোনাল্ডো, কেন জানেন ?

আবারও মেসিকে পিছনে ফেলে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| মরসুম শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মেসি-রোনাল্ডোর দেখাই হয়নি| তাও পিছিয়ে পরলেন লিওনেল মেসি| মাঠের বাইরের লড়াইয়ে পৃথিবীর সবচয়ে দামি খেলোয়াড়ের লড়াইয়ে মেসিকে পিছনে ফেলে দিয়েছেন সি আর সেভেন|
দুই তারকাই এবার দল বদলেছেন| ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মেসি বার্সেলোনা ছেড়ে গিয়েছেন প্যারি সাঁজায়| জুভেন্তাস ছেড়ে দীর্ঘ ১২ বছর পর ফের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনাল্ডো|নতুন ক্লাবের সঙ্গে নতুন চুক্তি|
কে কতটা দামি তারই হিসাব করতে নেমেছিল ফোর্বস ম্যাগাজিন| আর সেই তালিকাতেই বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়দের লড়াইয়ে মেসিকে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো| রজার ফেডেরারের ঠিক নীচেই দু নম্বরে এখন সি আর সেভেন|

আরও পড়ুন – উৎসবের মরশুমে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ

এই মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট আয় করবেন ১২৫ মিলিয়ন ডলার| ভা্রতীয় মুদ্রায় যার মূল্য ৯২ কোটি টাকা| গোটা মরসুমে ক্লাব থেকে বেতন এবং বোনাস মিলিয়ে রোনাল্ডোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ৫১ কোটি টাকা| আর বিজ্ঞাপন এবং স্পনসর থেকে পাবেন ৪০ কোটি টাকা|
সেই হিসাবে লিওনেল মেসি অনেকটাই পিছিয়ে গিয়েছেন তাঁর থেকে| পিএসজিতে যাওয়ার পর মেসি গোটা মরসুমে আয় করবেন ১১০ মিলিয়ন ডলার| ভারতীয় মুদ্রায় ৮১ কোটি| যদিও ক্লাব থেকে পাওয়া বেতন এবং বোনাস পাবেন ৫৫ কোটি টাকা| সেই পরিমানটা রোনাল্ডোর থেকে বেশি হলেও, বিজ্ঞাপন ও স্পনসরশিপের টাকাতেই পিছিয়ে পড়েছেন বেশ কয়েকধাপ|
গোটা মরসুমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে প্রায় ১২ কোটি কম আয় করবেন মেসি|

 

advt 19

 

Previous articleমিশন গোয়া! জল মাপতে দ্বীপরাজ্যে দুই তৃণমূল সাংসদ ডেরেক-প্রসূন
Next articleভবানীপুর উপনির্বাচন মামলায় রায়দান স্থগিত রাখল হাইকোর্ট