Saturday, August 23, 2025

ভবানীপুরে প্রচারে সম্বিত পাত্রকে কটাক্ষ করে গান ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’, কী হল জানেন?

Date:

ভবানীপুরে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা। ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে দলের প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে নিয়ে শুক্রবার প্রচারে নামেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। বিজেপির কেন্দ্রীয় নেতাকে কটাক্ষ করে গেয়ে ওঠেন, হিন্দি ছবির বিখ্যাত গান, ‘তুম হো ঠ্যাহরে পরদেশি’।  তাঁরা বলেন, বাইরে থেকে এসেছেন। সময় হলেই চলে যাবেন। কিন্তু ভবানীপুরের প্রয়োজনে পাশে পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এদিন কলকাতা পুরসভার ৭২ নম্বর ওয়ার্ডে ভবানীপুরের দইপট্টি এলাকা থেকে প্রচার শুরু করেন সম্বিত পাত্র। জনসংযোগের পাশাপাশি, পথ চলতি মানুষকে নিজে হাতে ছাতুর শরবত বানিয়ে খাওয়ান বিজেপি নেতা। লেডিস পার্ক পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে চলে প্রচার। বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে কটাক্ষ করেন সম্বিত পাত্র।

আরও পড়ুন- মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে সই করলেন কবীর সুমন,প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা

অবশ্য এবারই প্রথম নয়, ভবানীপুর কেন্দ্রে এর আগেও স্থানীয় বাসিন্দাদের স্লোগানের মুখে পড়তে হয়েছে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। সম্প্রতি যদুবাবুর বাজার এলাকায় ঢোল বাজিয়ে সনাতনী নামকীর্তন দিয়ে প্রচার শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। আর ঠিক সেই সময়ই প্রিয়াঙ্কার সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এবং জয় বাংলা স্লোগান দিতে থাকেন ওই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।

পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম সম্বিত পাত্রর আক্রমণের জবাবে বলেন, সম্বিত পাত্র মিথ্যের প্রতিষ্ঠান। অন্য জায়গার ঘটনাকে পশ্চিমবঙ্গের বলে চালানোর চেষ্টা করেন। তাঁকে মানুষ বিশ্বাস করেন না।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version