Tuesday, November 4, 2025

১৪৪ ধারা অমান্য করে আগরতলায় বিজেপির কর্মসূচি, থানায় অভিযোগ তৃণমূলের

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) পদযাত্রা আটকাতে করোনার বাড়বাড়ন্তের কারণ দেখিয়ে ১৪৪ ধারা জারি করেছে বিপ্লব দেবের সরকার। তবে সেই ১৪৪ ধারা অমান্য করে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের(Ramdas Athawale) উপস্থিতিতে আগরতলায় দলীয় কর্মসূচি করেছে বিজেপি(BJP)। সব দেখেও প্রশাসনের তরফে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জেরে দ্বিচারিতার অভিযোগ তুলে শুক্রবার পশ্চিম ত্রিপুরা থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল(TMC)। পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালের উপস্থিতিতে আগরতলার মুক্তধারা মঞ্চে বিপুল কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে দলীয় কর্মসূচি করে বিজেপি। অথচ ওই অঞ্চলে ১৪৪ ধারা লাগু করেছে প্রশাসন। বিজেপির দলীয় কর্মসূচি ক্ষেত্রে অবশ্য কোনরকম আইনি তৎপরতা দেখায়নি প্রশাসন। এই ঘটনার জেরেই শুক্রবার আগরতলা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। একইসঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছেও এই মর্মে অভিযোগ পত্র পাঠিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

আরও পড়ুন:ভবানীপুরের সভায় পেগাসাস নিয়ে তোপ মুখ্যমন্ত্রীর

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ১৪৪ ধারা জারি করা হলে তা সকলের জন্য লাগু হবে। বিজেপিতো আইনের ঊর্ধ্বে যেতে পারে না। তাহলে কেন আইন ভঙ্গ করে রাজনৈতিক কর্মসূচি পালন করল বিজেপি। কেন পুলিশের তরফে এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হলো না। এই মর্মে এদিন থানায় অভিযোগ দায়ের করেছি আমরা। পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। একইসঙ্গে তৃণমূলের তরফে আরো জানানো হয়, প্রশাসন এসব দেখেও নিশ্চুপ হয়ে রয়েছে। বিজেপির হাতের পুতুলের মত কাজ করে চলেছে ত্রিপুরার প্রশাসন।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version