একুশের বিধানসভা ভোটে কেন্দ্রের ছোট-বড়-মেজ নেতা-নেত্রী-মন্ত্রিরা প্রচারে ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন দিল্লি টু বাংলা। ভবানীপুর উপনির্বাচনের শেষলগ্নের প্রচারেও সেই পথেই হাঁটছে গেরুয়া শিবির। রোজ কেন্দ্রের নতুন নতুন নেতা-মন্ত্রীদের এসে প্রচার করছেন ভবানীপুরে।

হরদীপ সিং পুরি, সম্বিত পাত্রের পর এবার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আজ, শনিবার সকালে কালীঘাট মন্দিরে (Kalighat Kali Temple) পুজো দিয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচার করলেন স্মৃতি ইরানি। লেডিজ পার্ক চত্বরে বাড়ি বাড়ি গিয়ে দলীয় লিফলেটও বিলি করেন তিনি। বাংলা ভাষায় সাবলীল স্মৃতি। প্রচারের সময় বাংলাতেই ভবানীপুরের কথা বলেন তিনি। এদিন কেন্দ্রের আরেক নেতা তথা সাংসদ মনোজ তিওয়ারিও বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন ভবানীপুরে।

প্রসঙ্গত, এই স্মৃতি ইরানি, মনোজ তিওয়ারিরা একুশের ভোটের সময় এসেও প্রচার করেছিলেন। সমর্থকদের নিয়ে সাইকেলে চেপেও ভোট প্রচার করেছিলেন তিনি। কিন্তু কোনও চমক তখন কাজে আসেনি। বাংলার মানুষ তাঁদেরকে গ্রহণ করেনি, সেটা নির্বাচনী ফলাফলেই স্পষ্ট। তা জেনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ফের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্বকে নামিয়েছে বিজেপি।