ভবানীপুরে নেহাত-ই একটি উপনির্বাচন নয়, সেটা আগেই স্পট করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর-ই ভারতের আগামীর ডাক-দিশা-ভরসা। “ঘরের মেয়ে”, জয় নিশ্চিত জেনেও তাই শুরু থেকেই জোর কদমে প্রচার। এবার অভিনব জনসংযোগের পথে হাঁটলেন তৃণমূলনেত্রী। আজ, শনিবার সন্ধেয় ভবানীপুরের সমস্ত বাসিন্দাদের উদ্দেশে একটি বিশেষ শুভেচ্ছাপত্র পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রিয় রং নীল-সাদা কার্ডে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। সঙ্গে বাংলা এবং ইংরেজি ভাষায় লেখা হয়েছে শুভেচ্ছা বার্তা।

শুভেচ্ছা বার্তা দিয়ে সেই কার্ড কী লিখেছেন মুখ্যমন্ত্রী?

ভবানীপুরের বাড়ি বাড়ি কার্ড পাঠিয়ে তিনি লিখেছেন, “ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই আমার পথচলা শুরু। আজ আমি বাংলার ভবানীপুর কেন্দ্রের জন্যই। আবার উপনির্বাচন আসছে ৩০ সেপ্টেম্বর। আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের শুভেচ্ছা পেলে তবেই উন্নয়নের জয়যাত্রা বজায় রাখতে পারব। আপনাদের প্রত্যেকটি ভোট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবরকম পরিস্থিতিতে আপনারাই আমার ভরসা।”

আরও পড়ুন- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, অতিবর্ষণে ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ
