রাজস্থান রয়্যালসের ( Rajasthan Royals) বিরুদ্ধে ৩৩ রানে জিতল দিল্লি ক্যাপিটালস( Delhi Capitals)। ম্যাচের সেরা শ্রেয়স আইয়র। ৪৩ রান করেন তিনি।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৫৪ রান করে দিল্লি। দিল্লির হয়ে ৪৩ রান করেন শ্রেয়স। ঋষভ পন্থ করেন ২৪ রান। ২৮ রান করেন হিটম্যায়ার। ৮ রান করেন ৮ রান। পৃথ্বী শাহ করেন ১০ রান। দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং চেতন শাকারিয়া। একটি করে উইকেট নেন কার্তিক ত্যাগী এবং রাহুল তেওটিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ১২১ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে লড়াই চালান অধিনায়ক সঞ্জু সামসন। ৭০ রান করেন তিনি। এছাড়া রাজস্থানের ব্যাটারদের রান সংখ্যা কিছুটা এরকম, লিভিংস্টোন করেন ১, জয়সওয়াল করেন ৫ রান। মিলার করেন ৭ রান।

আরও পড়ুন:২০২২ সালে একটি টেস্ট ম্যাচ খেলতে পারে ভারত-ইংল্যান্ড: সূত্র
