Tuesday, May 13, 2025

দূষণ মোকাবিলায় উদ্যোগী রাজ্য সরকার, পারমিট ছাড়াই চলবে ই-অটো

Date:

বিশ্বজুড়ে পরিবেশ দূষণ বাড়ায় আগেই উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সেই কারণে আগেই দূষণ মোকাবিলায় উদ্যোগী রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গে পরিবেশ রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়ে এল ইলেকট্রনিক অটো রিকশা বা ই-অটো। লাগছে না পারমিট। পারমিট ছাড়াই পথে নামার ছাড়পত্র দিতে চলেছে নবান্ন।

ইতিমধ্যেই ই-বাস পরিষেবা চালু হয়েছে। এবার ই-অটো। বর্তমানে প্রায় ৪৫ হাজারের বেশি অটো সরকারি খাতায় নথিভুক্ত। সেই চালু রুটগুলিতে ই-অটো ঢুকতে দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত সরকারের। জানা গিয়েছে, ই-অটোর জন্য তৈরি হবে নতুন রুট। এর ফলে তৈরি হবে অনেক কর্মসংস্থানের সুযোগ।

আরও পড়ুন: পচা ডোবা: ‘জাগো বাংলা’য় কংগ্রেসকে তীব্র কটাক্ষ তৃণমূলের

ই-অটোর প্রযুক্তি ও কারিগরি নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন কর্তারা। সিদ্ধান্ত হয়েছে,ই-বাসের জন্য ইতিমধ্যেই বহু ডিপোতে চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে। সেখানেই হবে অটো চার্জিং স্টেশন। এছাড়াও কলকাতা ও শহর সংলগ্ন একাধিক পার্কিং লটে এই ব্যবস্থা রাখার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। পরিবহন দফতর সূত্রে খবর, সেখানকার কর্তারা চাইছেন ই-অটোগুলি  ‘ডবল’ ব্যাটারির হোক। কারণ একটি ব্যাটারি চার্জে বসিয়ে, অপর ব্যাটারির সাহায্যে পরিষেবা চালু থাকে। এর ফলে চালকদের সময় বাঁচবে, আবার ভাড়াও হাতছাড়া হবে না।

আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা ও শহরতলিতে চালু হবে একাধিক মেট্রো প্রকল্প। জানা, সেই সব রুটে চালু হতে পারে ই-অটো। দফতরের তরফে জানা গিয়েছে, ই-অটো পাইলট প্রকল্প হিসেবে কলকাতা ও সংলগ্ন কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে নামতে চলেছে।

 

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version