Thursday, November 13, 2025

দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে কেন্দ্রের সায়, পরিকল্পনা তৈরির নির্দেশ স্বাস্থ্যমন্ত্রককে

Date:

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। তবে এই টিকাকরণের ক্ষেত্রে এতদিন কোন স্বাস্থ্যকেন্দ্রে(health camp) গিয়েই টিকা নিতে হতো সাধারণ মানুষকে। এবার অবশ্য সেই নিয়মে বদল আনতে চলেছে ভারত সরকার(Indian government)। স্বাস্থ্যকেন্দ্রে নয়, এবার সরাসরি বাড়িতে বসে মিলবে টিকা। সম্প্রতি দুয়ারে টিকাকরণ(vaccine on door) প্রকল্পে সবুজসংকেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। যত দ্রুত সম্ভব এ বিষয়ে পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে(health ministry)। তবে এই নিয়ম প্রযোজ্য হবে শুধুমাত্র বৃদ্ধ ও অসুস্থদের ক্ষেত্রে। স্বাস্থ্যকর্মীরা তাদের বাড়ি গিয়ে দিয়ে আসবে ভ্যাকসিন। বৃহস্পতিবার এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল।

আরও পড়ুন:Happy Birthday Stunt: গেরুয়া রাজ্যে টিকাকরণের নথি তুলে মোদিকে তোপ ডেরেকের

সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নীতি আয়োগ কর্তা জানান, যারা টিকাকরণ কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন দিতে অক্ষম বা যারা যাতায়াত করতে পারেন না তাদের জন্য সরকার বাড়িতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে। ইতিমধ্যেই এ মর্মে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, “আমরা বুঝতে পারছি দেশে এমন অনেক মানুষ আছেন যারা শয্যাশায়ী বা টিকাকরণ কেন্দ্রে যেতে পারছেন না। তাদের কথা চিন্তা করে সরকার নতুন এই উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যেই সে সকল মানুষের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই বাড়িতে গিয়ে তাদের টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।” পাশাপাশি তিনি আরো জানান, সারাদেশে ইতিমধ্যেই এক তৃতীয়াংশ মানুষ করোনার দুটি ডোজ পেয়ে গিয়েছেন। দুই তৃতীয়াংশ মানুষ অন্তত একটি রোজ পেয়ে গিয়েছেন। এটা নিঃসন্দেহে সরকারের অনেক বড় একটি সাফল্য।

 

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version