Thursday, August 21, 2025

Happy Birthday Stunt: গেরুয়া রাজ্যে টিকাকরণের নথি তুলে মোদিকে তোপ ডেরেকের

Date:

১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে টিকাকরণের রেকর্ড গড়েছে ভারত। তবে জন্মদিন পার হতেই টিকাকরণ ফিরে এসেছে তার অতীতের মন্থর গতিতে। শনিবার তথ্য তুলে ধরে সেটাই প্রকাশ্যে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এই তথ্য প্রকাশ্যে আসার পর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কীভাবে ‘হ্যাপি বার্থডে স্টান্ট’ নিয়েছিল বিজেপি শাসিত রাজ্যগুলি।

ডেরেকের প্রকাশিত টুইটে বিজেপি শাসিত ৫ রাজ্যের টিকাকরণের খতিয়ান তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কর্নাটকের মত রাজ্যে ১৭ সেপ্টেম্বরের আগের ৭ দিনে গড়ে টিকাকরণ হয়েছিল মাত্র ২ লক্ষ। অথচ ১৭ সেপ্টেম্বর মোদির জন্মদিন উপলক্ষে একদিনে এখানে টিকাকরণ হয়েছে ৩১.৭ লক্ষ। তবে ওইটুকুই জন্মদিন শেষ হওয়ার পর টিকাকরণ চলে গিয়েছে তার অতীতের গতিতে। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ দিনে এই রাজ্যে গড় টিকাকরণের হার মাত্র ৩.৮ লক্ষ। এই ধারা লক্ষ্য করা গিয়েছে গোবলয়ের মধ্যে পড়া বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিতে। তথ্য তুলে ধরে মোদি সরকারকে তোপ দেগে টুইটারে ডেরেক ও’ব্রায়েন লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বাস্থ্যমন্ত্রী দেশের অন্যান্য মন্ত্রী ও সাংসদরা আপনারা বলুন, ‘হ্যাপি বার্থডে স্টান্টের’ যে তথ্য এখানে তুলে ধরা হলো তা ভুল। তাহলে আমি টুইটটা ডিলিট করে দিই।”

যদিও একদিনের এই স্টান্টে রাজ্যগুলির নম্বর বাড়লেও টিকাকরণের বিভ্রান্তি ও চরম অব্যবস্থাপনাও প্রকাশ্যে চলে এসেছে সম্প্রতি। মধ্যপ্রদেশে টার্গেট পূরণের চক্করে পড়ে বেলাগাম ভাবে ভুল টিকাকরণের অভিযোগ উঠেছে। বহু মানুষ অভিযোগ তুলেছেন তাদের টিকা হয়নি অথচ টিকার সার্টিফিকেট পেয়ে গিয়েছেন তারা। কোথাও আবার মৃত ব্যক্তির নামে মোবাইলে ঢুকেছে টিকাকরণের মেসেজ। বহু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে মধ্যপ্রদেশের বিভ্রান্তিকর এই টিকাকরণের তথ্য। এই পরিস্থিতিতে একদিনের এই স্টান্টকে তোপ দাগলেন ডেরেক।

 

Related articles

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...
Exit mobile version