ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘গুলাব’, রবিবার থেকেই রাজ্যে শুরু দুর্যোগ

0
1

শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘গুলাব’। তবে কলকাতা নয়, ওড়িশা ও অন্ধ্র উপকূলে ‘গুলাব’ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ রাজ্যেও ‘গুলাব’-এর প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই শুরু হয়েছে সতর্কতা। একনজরে দেখে নিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে-

  • আবহাওয়া দফতর সূত্রের খবর, গোপালপুরের কাছে কলিঙ্গপত্তনমে রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে আছড়ে পড়বে ‘গুলাব’।
  • রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতেও রবিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • সোমবার দুই ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে।
  • মঙ্গলবার থেকে কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ।

‘গুলাব’-এর মোকাবিলায় ইতিমধ্যেই লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনও সমস্যায় কন্ট্রোল রুমে যোগাযোগ করুন-২২১৪-১৮৯০ এবং ২২১৪-১৮৯৪ নম্বরে  । পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ। দলে থাকছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও CESC-র প্রতিনিধিরা। লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। দুর্যোগ মোকাবিলায় ‘নবান্ন’-এ  বিকেল সাড়ে পাঁচটায় বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব।

আরও পড়ুন:মহালয়া থেকে “ফুড সেফটি ড্রাইভ”-এ পুরসভা