Wednesday, August 27, 2025

শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘গুলাব’। তবে কলকাতা নয়, ওড়িশা ও অন্ধ্র উপকূলে ‘গুলাব’ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ রাজ্যেও ‘গুলাব’-এর প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই শুরু হয়েছে সতর্কতা। একনজরে দেখে নিন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে-

  • আবহাওয়া দফতর সূত্রের খবর, গোপালপুরের কাছে কলিঙ্গপত্তনমে রবিবার বিকেল ৩টে থেকে ৫টার মধ্যে আছড়ে পড়বে ‘গুলাব’।
  • রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতেও রবিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
  • সোমবার দুই ২৪ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে।
  • মঙ্গলবার থেকে কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে ।

‘গুলাব’-এর মোকাবিলায় ইতিমধ্যেই লালবাজারে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনও সমস্যায় কন্ট্রোল রুমে যোগাযোগ করুন-২২১৪-১৮৯০ এবং ২২১৪-১৮৯৪ নম্বরে  । পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দল গড়ল কলকাতা পুলিশ। দলে থাকছেন কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল ও CESC-র প্রতিনিধিরা। লালবাজারের কন্ট্রোল রুমে খোলা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। দুর্যোগ মোকাবিলায় ‘নবান্ন’-এ  বিকেল সাড়ে পাঁচটায় বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব।

আরও পড়ুন:মহালয়া থেকে “ফুড সেফটি ড্রাইভ”-এ পুরসভা

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version