Friday, December 19, 2025

কোভিড-বিধি মেনেই হবে পুজো, কীভাবে তৈরি হবে মণ্ডপ? নির্দেশিকা জারি পুলিশের

Date:

Share post:

এখনও করোনা বিদায় নেয়নি। বঙ্গে চলছে কোভিড বিধি-নিষেধ। তার মধ্যেই দুর্গাপুজো। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তাই গত বছরের মতো এবছরও কোভিড-বিধি মেনে পুজো করার ওপর জোর দিচ্ছে পুলিশ। শুক্রবার কলামন্দিরে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেন লালবাজারের আধিকারিকরা।

লালবাজার জানিয়ে দিয়েছে…

⚫ পুজোর ভলেন্টিয়ারদের কোভিডের ডবল ডোজের ভ্যাকসিন থাকা জরুরি। অন্যদিকে পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, কলকাতার বাইরে থেকে যাঁরা শহরে পুজো দেখতে আসবেন, তাঁরা যাতে করোনায় আক্রান্ত না হন সেদিকে নজর দিতে হবে পুজো কমিটি ও পুলিশকেও।

⚫ আগামী ১৮ অক্টোবরের মধ্যেই দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়।

⚫ মণ্ডপ চত্বরে বিদ্যুৎস্পৃষ্টর মতো দুর্ঘটনা এড়ানোর জন্য  জন্য পুজো কমিটিগুলির সঙ্গে যুক্ত ইলেকট্রিসিয়ানদের প্রশিক্ষণ দিতে শুরু করছে CESC।

⚫ অগ্নিকাণ্ড রুখতে পুজো কমিটিগুলিকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।

আরও পড়ুন: শুনানিতে মিঠুনের ডায়লগ: শুনলেন বিচারপতি, এজলাসে হাসির রোল

⚫ পুজো কমিটিগুলির অনুরোধ করেছে, পুজোয় বৃষ্টির ফলে জল জমে যাতে বিপর্যয় না হয়, তার জন্য পুরসভা ও পুলিশ যেন ব্যবস্থা নেয়।

⚫ পুজো কমিটিগুলির তরফে পুলিশকে বলা হয়েছে, শেষ মুহূর্তে মণ্ডপ তৈরির কাজ শেষ করতে রাত বারোটাও বেজে যাচ্ছে শ্রমিকদের। যেহেতু এখন রাত এগারোটার পর নাইট কার্ফু চলছে, তাই রাতে বাড়ির ফেরার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তাঁরা। পুজো কমিটির অনুরোধ মেনেই পুলিশ কমিশনার থানার ওসিদের শ্রমিকদের জন্য ‘নাইট পাস’ চালু করার নির্দেশ দিয়েছেন।

⚫ খোলামেলা মণ্ডপ বানাতে হবে। মণ্ডপের ছাদ অথবা তার চারপাশের জায়গা খোলা রাখতে হবে। মণ্ডপের ভেতরে মেনে চলতে হবে কোভিড-বিধি। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারেরে নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়াও মণ্ডপে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে।

এদিন পুলিশ কমিশনার জানান, গত কয়েক বছর যে পুলিশকর্মীরা ডিউটি করেছিলেন, তাঁদের মধ্যে অনেক অফিসাররা মারা গিয়েছেন। সকলে সতর্কতা অবলম্বন করেই পুজো করবেন।
advt 19

 

spot_img

Related articles

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...

প্রেসক্রিপশনের স্বচ্ছতা বজায় রাখতে নয়া অ্যাপ আনছে রাজ্য

স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বারবার বলা সত্ত্বেও রাখা হচ্ছে না প্রেসক্রিপশনের সচ্ছতা। এবার অনিয়ম রুখতে নয়া...

বাংলাদেশ এখন জিহাদিস্তান! হিংসাত্মক তাণ্ডবের তীব্র নিন্দা তসলিমার

মৌলবাদী ও জেহাদিদের বিক্ষোভে ফের উত্তাল বাংলাদেশ। ছাত্রনেতা হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অশান্তি চরমে। প্রতিবেশী রাষ্ট্রে ছড়িয়ে...