Wednesday, November 5, 2025

কোভিড-বিধি মেনেই হবে পুজো, কীভাবে তৈরি হবে মণ্ডপ? নির্দেশিকা জারি পুলিশের

Date:

Share post:

এখনও করোনা বিদায় নেয়নি। বঙ্গে চলছে কোভিড বিধি-নিষেধ। তার মধ্যেই দুর্গাপুজো। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তাই গত বছরের মতো এবছরও কোভিড-বিধি মেনে পুজো করার ওপর জোর দিচ্ছে পুলিশ। শুক্রবার কলামন্দিরে কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করেন লালবাজারের আধিকারিকরা।

লালবাজার জানিয়ে দিয়েছে…

⚫ পুজোর ভলেন্টিয়ারদের কোভিডের ডবল ডোজের ভ্যাকসিন থাকা জরুরি। অন্যদিকে পুলিশ কমিশনার সৌমেন মিত্র বলেন, কলকাতার বাইরে থেকে যাঁরা শহরে পুজো দেখতে আসবেন, তাঁরা যাতে করোনায় আক্রান্ত না হন সেদিকে নজর দিতে হবে পুজো কমিটি ও পুলিশকেও।

⚫ আগামী ১৮ অক্টোবরের মধ্যেই দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়।

⚫ মণ্ডপ চত্বরে বিদ্যুৎস্পৃষ্টর মতো দুর্ঘটনা এড়ানোর জন্য  জন্য পুজো কমিটিগুলির সঙ্গে যুক্ত ইলেকট্রিসিয়ানদের প্রশিক্ষণ দিতে শুরু করছে CESC।

⚫ অগ্নিকাণ্ড রুখতে পুজো কমিটিগুলিকে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।

আরও পড়ুন: শুনানিতে মিঠুনের ডায়লগ: শুনলেন বিচারপতি, এজলাসে হাসির রোল

⚫ পুজো কমিটিগুলির অনুরোধ করেছে, পুজোয় বৃষ্টির ফলে জল জমে যাতে বিপর্যয় না হয়, তার জন্য পুরসভা ও পুলিশ যেন ব্যবস্থা নেয়।

⚫ পুজো কমিটিগুলির তরফে পুলিশকে বলা হয়েছে, শেষ মুহূর্তে মণ্ডপ তৈরির কাজ শেষ করতে রাত বারোটাও বেজে যাচ্ছে শ্রমিকদের। যেহেতু এখন রাত এগারোটার পর নাইট কার্ফু চলছে, তাই রাতে বাড়ির ফেরার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তাঁরা। পুজো কমিটির অনুরোধ মেনেই পুলিশ কমিশনার থানার ওসিদের শ্রমিকদের জন্য ‘নাইট পাস’ চালু করার নির্দেশ দিয়েছেন।

⚫ খোলামেলা মণ্ডপ বানাতে হবে। মণ্ডপের ছাদ অথবা তার চারপাশের জায়গা খোলা রাখতে হবে। মণ্ডপের ভেতরে মেনে চলতে হবে কোভিড-বিধি। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারেরে নির্দেশ দিয়েছে পুলিশ। এছাড়াও মণ্ডপে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে।

এদিন পুলিশ কমিশনার জানান, গত কয়েক বছর যে পুলিশকর্মীরা ডিউটি করেছিলেন, তাঁদের মধ্যে অনেক অফিসাররা মারা গিয়েছেন। সকলে সতর্কতা অবলম্বন করেই পুজো করবেন।
advt 19

 

spot_img

Related articles

SIR ‘ষড়যন্ত্র’ আটকাতে জনসাধারণের পাশে তৃণমূলের লিগাল সেল: ১১ তারিখ কলকাতা থেকে শুরু, বিশেষ নজর উত্তরবঙ্গ-পূর্ব মেদিনীপুর

এসআইআর (SIR) আতঙ্কে রাজ্যে একের পরে এক আত্মহত্যার ঘটনা ঘটছে। ফলে জনমানসে উদ্বেগ দেখা দিচ্ছে। এই পরিস্থিতি আইনি...

টাইফুন কালমেগির তাণ্ডব ফিলিপিন্সে: বিপর্যস্ত সেবু, বাড়ছে মৃত্যুর সংখ্যা

টাইফুন কালমেগির(Typhoon Kalmaegi )দাপটে ফিলিপিন্সে ( Philippine )ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী,...

রিচা বরণের অপেক্ষায় শিলিগুড়ি, কবে হবে সিএবির জমকালো সংবর্ধনা অনুষ্ঠান?

বিশ্বকাপ জিতে ঘরে ফিরছেন বঙ্গ কন্যা রিচা ঘোষ(Richa Ghosh)। বিশ্বকাপজয়ীকে বরণ করে নিতে তৈরি বাংলা(Bengal)। রিচার জন্মভূমি, বেড়ে...

‘অন্য বিয়ের’ কাহিনি!

ভালোবাসার অন্য রূপের সাক্ষী থাকল সুন্দরবনের(Sundarbon village) প্রত্যন্ত গ্রাম। বিবাহবন্ধনে (Maarriage) আবদ্ধ হলেন দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা...