Monday, August 25, 2025

কোয়াভ সামিট : ওয়াশিংটনে বিশ্বের একাধিক সমস্যা নিয়ে হিন্দিতে ভাষণ দিলেন মোদি 

Date:

Share post:

শুক্রবার ভারতে যখন মধ্যরাত তখন সুদূর আমেরিকার ওয়াশিংটনে (America, Washington) চার রাষ্ট্রশক্তির সম্মিলিত জোট ‘কোয়াড সামিট’ (QUAD Summit) চলছে। বৈঠকের আহবায়ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) প্রথমেই নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ভাষণ দেওয়ার সুযোগ করে দেন। আর শুরুতেই বক্তৃতার সুযোগ পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দিতে নিজের বক্তব্য শুরু করেন। মোদি বলেন, ‘‘ প্রশান্ত মহাসাগরীয় এলাকার উন্নয়নের জন্য সুনামির পর প্রথম সকলে মিলিত হয়েছিলাম।

তারপর আবার সারা বিশ্ব যখন কোভিড অতিমারিতে দীর্ণ, তখন মানবতার স্বার্থে ও কল্যাণ কামনায় আমরা আবার মিলিত হলাম।’’ শুধু তাই নয় কোয়াডের করোনা টিকা নিয়ে বিশেষ উদ্যোগ ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলিকে করোনা যুদ্ধে সাহায্য করবে বলেও মনে করেন মোদি। কোয়াড অন্তর্ভুক্ত চার দেশের রাষ্ট্রনেতা এই প্রথম বার মুখোমুখি মিলিত হলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এই বৈঠকে বিশ্বের বর্তমান

বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কোভিড-১৯, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলির পাশাপাশি এশিয়ার স্থিতাবস্থা এবং সন্ত্রাসবাদের মতো বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক তালিবদের আফগানিস্তান দখল নিয়েও বিশেষ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

 

ভারতের প্রধানমন্ত্রী বলেন , বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কোয়াড। মুক্ত এবং উদার এশিয়া গড়ে তোলা কোয়াডের অন্যতম লক্ষ্য বলেও জানিয়েছেন মোদি ।

 

এদিন আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের রাষ্ট্রনেতারাও বক্তব্য রেখেছেন । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমস্যা মোকাবিলা করতে চার গণতান্ত্রিক দেশের প্রচেষ্টার কথার উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে দখলদারি থেকে মুক্ত রাখা এবং আন্তর্জাতিক আইন অনুসারে সমস্যার সমাধানের পক্ষে সওয়াল করেছেন।

 

advt 19

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...