Friday, December 19, 2025

কোয়াভ সামিট : ওয়াশিংটনে বিশ্বের একাধিক সমস্যা নিয়ে হিন্দিতে ভাষণ দিলেন মোদি 

Date:

Share post:

শুক্রবার ভারতে যখন মধ্যরাত তখন সুদূর আমেরিকার ওয়াশিংটনে (America, Washington) চার রাষ্ট্রশক্তির সম্মিলিত জোট ‘কোয়াড সামিট’ (QUAD Summit) চলছে। বৈঠকের আহবায়ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden) প্রথমেই নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) ভাষণ দেওয়ার সুযোগ করে দেন। আর শুরুতেই বক্তৃতার সুযোগ পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিন্দিতে নিজের বক্তব্য শুরু করেন। মোদি বলেন, ‘‘ প্রশান্ত মহাসাগরীয় এলাকার উন্নয়নের জন্য সুনামির পর প্রথম সকলে মিলিত হয়েছিলাম।

তারপর আবার সারা বিশ্ব যখন কোভিড অতিমারিতে দীর্ণ, তখন মানবতার স্বার্থে ও কল্যাণ কামনায় আমরা আবার মিলিত হলাম।’’ শুধু তাই নয় কোয়াডের করোনা টিকা নিয়ে বিশেষ উদ্যোগ ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলিকে করোনা যুদ্ধে সাহায্য করবে বলেও মনে করেন মোদি। কোয়াড অন্তর্ভুক্ত চার দেশের রাষ্ট্রনেতা এই প্রথম বার মুখোমুখি মিলিত হলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। এই বৈঠকে বিশ্বের বর্তমান

বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। কোভিড-১৯, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলির পাশাপাশি এশিয়ার স্থিতাবস্থা এবং সন্ত্রাসবাদের মতো বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক তালিবদের আফগানিস্তান দখল নিয়েও বিশেষ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

 

ভারতের প্রধানমন্ত্রী বলেন , বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কোয়াড। মুক্ত এবং উদার এশিয়া গড়ে তোলা কোয়াডের অন্যতম লক্ষ্য বলেও জানিয়েছেন মোদি ।

 

এদিন আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের রাষ্ট্রনেতারাও বক্তব্য রেখেছেন । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমস্যা মোকাবিলা করতে চার গণতান্ত্রিক দেশের প্রচেষ্টার কথার উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে দখলদারি থেকে মুক্ত রাখা এবং আন্তর্জাতিক আইন অনুসারে সমস্যার সমাধানের পক্ষে সওয়াল করেছেন।

 

advt 19

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...