Thursday, August 28, 2025

মার্কিন যুক্তরাষ্ট্রে লাইনচ্যুত ট্রেনের ৭টি বগি, মৃত ৩, আহত কমপক্ষে ৫০

Date:

মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় লাইনচ্যুত হয়ে গেল আমট্রাক ট্রেন। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। কী করে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

আরও পড়ুন:এগিয়ে আসছে ‘গুলাব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

জানা গেছে, শনিবার দুপুরে প্রায় ১৪৭ জন  যাত্রী ও ১৬ জন ক্রু সদস্য নিয়ে ট্রেনটি  সিয়াটেল থেকে শিকাগোর দিকে যাচ্ছিল। আচমকাই মাঝ রাস্তায় জপলিন অঞ্চলের কাছে ট্রেনটির ১০টি কামরার মধ্যে সাতটি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার জেরে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রাপথে বদল আনা হয়েছে। রেল সংস্থার তরফে দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে জানানো না হলেও একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধারকার্য শুরু করেছে অ্যামট্রাক। ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে এবং আহতদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আমট্রাকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই দুর্ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকজন যাত্রী ও ট্রেনের কর্মী আহত হয়েছেন। আমরা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version