অক্টোবরেই ২১ দিন বন্ধ ব্যাঙ্ক, একনজরে দেখে নিন ছুটির তালিকা

উৎসবের মরশুমে বড়সড় ছুটি পেতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা। তাই ব্যঙ্কের কাজ থাকলে এই মাসেই শেষ করুন। কারণ অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী, দুর্গাপুজো, ইদ ছাড়াও রয়েছে একাধিক উৎসব। ব্যাঙ্কের হিসেব বলছে, সব মিলিয়ে ২১ দিন ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, উৎসব উপলক্ষ্যে ১৪টি ঘোষিত ব্যাঙ্কের ছুটি ছাড়াও রবিবার ও সেকেন্ড এবং ফোর্থ সাটার্ডে রয়েছে। তাতে মোটের উপর এক মাসেই ২১টি ছুটি রয়েছে ব্যাঙ্ক কর্মীদের। সুতরাং বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা। তাই জরুরি কাজ সারার এটাই সঠিক সময়। পুজোর আগেভাগেই শেষ করুন ব্যাঙ্কের যাবতীয় কাজ।

আরও পড়ুন:ধেয়ে আসছে ‘গুলাব’,দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি

যদিও সব রাজ্যে এই ২১ দিনের ছুটি নাও থাকতে পারে। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। সেগুলি হল, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’, ‘হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে’। এছাড়া রয়েছে-‘ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস’। একনজরে দেখে নিন অক্টোবরে ব্যাঙ্কের ছুটির তালিকা:

অক্টোবর ১ : ব্যাঙ্কের হাফ ইয়ার্লি ক্লোজিং (গ্যাংটক)

অক্টোবর ২: মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী (সব রাজ্যের জন্য)

অক্টোবর ৩: রবিবার

অক্টোবর ৬: মহালয়া (আগরতলা, বেঙ্গালুরু, কলকাতা)

অক্টোবর ৭: মোরা চৌরেলা হাওবা (ইম্ফল)

অক্টোবর 9: মাসের দ্বিতীয় শনিবার

অক্টোবর ১০: রবিবার

অক্টোবর ১২: দুর্গাপুজো মহাসপ্তমী(আগরতলা, কলকাতা)

অক্টোবর ১৩:  দুর্গাপুজো মহাঅষ্টমী(আগরতলা, ভূবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল , কলকাতা, রাঁচি, পটনা)

অক্টোবর ১৪:  দুর্গাপুজো মহানবমী/দশেরা/অযুথা পুজা (আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক,

গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লক্ষ্ণৌ, পাটনা, রাঁচি, শিলং, শ্রীনগর, তিরুবন্তপুরুম)

অক্টোবর ১৫: দুর্গাপুজো বিজয়া দশমী/দশারা/দশেরা

অক্টোবর ১৬: দুর্গাপুজো- (গ্যাংটক)

অক্টোবর ১৭: রবিবার

অক্টোবর ১৮:  কাটি বিহু (গুয়াহাটি)

অক্টোবর ১৯: ইদ-ই-মিলাদ

অক্টোবর ২০:বাল্মীকী জন্মতিথি/লক্ষী পুজো/ ইদ-ই-মিলাদ (আগরতলা,ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, কলকাতা, সিমলা)

ব্যাঙ্গালোর, চণ্ডীগড়, কলকাতা, সিমলা)

অক্টোবর ২২: শুক্রবার ও ইদ-ই-মিলাদুল-নবি (জম্মু, শ্রীনগর)

অক্টোবর ২৩: চতুর্থ শনিবার

অক্টোবর ২৪: রবিবার

অক্টোবর ২৬:অধিগ্রহণ দিবস (জম্মু,শ্রীনগর)

অক্টোবর ৩১: রবিবার

advt 19

Previous articleরবিবাসরীয় মেগা প্রচার: ভবানীপুরে একই মঞ্চে মমতা-অভিষেক
Next articleদলের বোলিং নিয়ে খুশি দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ