Tuesday, November 4, 2025

বিজেপি ডান্সিং ড্রাগন, বাংলা থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো: মমতা

Date:

ভবানীপুর উপনির্বাচনে তাঁর শেষ দিনের প্রচারে বিশ্ব শান্তি সম্মেলন নিয়ে রোম রোম সফর বাতিল হওয়ায় ফের বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “এভাবে আমাকে আটকে রাখা যাবে না। ইতালি সরকার বিশেষ অনুমোদন সাপেক্ষে আমাকে রোমে যাওয়ার আমন্ত্রণ করেছিল। আমি ভেবেছিলাম ওখানে যাবো। কিন্তু কেন্দ্র আমাকে যেতে দিচ্ছে না। তবে আমি এখান থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো। এই বাংলা, এই ভবানীপুরের মাটি থেকেই বিশ্ব শান্তির বার্তা দেবো আমি।”

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, এই প্রথম নয়, আগেও তাঁর বিদেশ সফর বাতিল করা হয়েছিল। শিকাগো ও চিন সফর বাতিল করা হয়েছিল। এই বাংলা শান্তির কথা বলে। এই বাংলা সকলকে নিয়ে চলে, সর্বধর্মের কথা বলে। বাংলা দাঙ্গাকে প্রশ্রয় দেয় না। দাঙ্গাবাজদের কোনও ধর্ম হয় না। আর এই ভবানীপুর তো একটা ছোটখাটো ভারতবর্ষ। যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি সকলের সহাবস্থান।

এদিন ফের তিনি অসম, উত্তর প্রদেশ, ত্রিপুরায় “গুন্ডারাজ” প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ করেন। ছাড়েননি কংগ্রেস ও সিপিএমকেও। এই তিন দল যে আঁতাত করে চলে, সেই দাবিও করেন। বিজেপিকে নিশানা করে তিনি বকেন, “বিজেপি তো ডান্সিং ড্রাগন। অসমে মৃতদেহ উপর উঠে নাচছে। এটা কোনও রাজনৈতিক দলের কাজ? নাকি তাদের শোভা পায়?”

সব মিলিয়ে ভবানীপুর বিধানসভার অন্তর্গত যদুবাবুর বাজারে শেষ রবিবারের প্রচারে কার্যত ঝড় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভাতেই তাঁর আগে বক্তব্য রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সাংসদ মালা রায়, দেবাশিস কুমার প্রমুখ। সবশেষে মমতার প্রচার মঞ্চে আসেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অনুরোধে “একদিন ঝড় থেমে যাবে…” গানটি দু’লাইন গেয়ে শোনান নচিকেতা।

আরও পড়ুন- ‘’পুজোয় দিদির উপহার”, রাজ্যের অভাবী মহিলাদের শাড়ি দেবেন মুখ্যমন্ত্রী

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version