Saturday, November 15, 2025

ত্রিপুরায় আইনের শাসন নেই: বিপ্লব দেব প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের

Date:

ত্রিপুরায় আইনের শাসন নেই। এটা কোন বিরোধীদলের নেতার কথা নয় বলছেন খোদ সে রাজ্যের বিজেপির বিধায়ক। তাঁর কথায়, আইনের শাসন থাকলে অপরাধ প্রবণতা কমে। কিন্তু ত্রিপুরায় গত কয়েক বছরে সে প্রবণতা একেবারেই কমেনি। কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Dev) নিজের প্রভাব খাটিয়ে অপরাধের খতিয়ান নথিভুক্ত করছেন না। বিস্ফোরক অভিযোগ ত্রিপুরার বিজেপি (Bjp) বিধায়ক আশিস দাসের (Ashis Das)। একইসঙ্গে তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) ত্রিপুরা গিয়ে আক্রান্ত হওয়ারও নিন্দা করেন তিনি।

ত্রিপুরায় শাসকদলের বিধায়ক আশিস দাস বলেন, যেভাবে গণতন্ত্রকে ধুলিস্যাৎ করে বিপ্লব দেব নিজে পুলিশকে (Police) নিয়ন্ত্রণ করার কথা বলেছেন তাতে দেশের সামনে ত্রিপুরার মানুষ হেয় হয়েছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি বলছেন, আদালত অবমাননার কারণে ত্রিপুরায় কারও শাস্তি হয় না। কারণ সেখানে পুলিশ সেই অবমাননার অভিযোগ নথিভুক্ত করে না। এই প্রেক্ষিতে বিপ্লব দেবের বিরুদ্ধেই আদালত অবমানার মামলা করার ইঙ্গিত দেন বিজেপি বিধায়ক।

ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বারবার হামলা করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব মুখে বলছেন “অতিথি দেব ভব”। অথচ কলকাতা থেকে একজন রাজনৈতিক নেতা মন্দিরে পুজো দিতে এলে তাঁর ওপর হামলা করা হচ্ছে। এতে ত্রিপুরার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মত এই বিজেপি বিধায়কের। তাঁর মতে, বাংলার সঙ্গে ত্রিপুরার নাড়ির টান।

তাঁর এই মন্তব্য এরপর এই যে রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হবে, তা জেনে আগেভাগেই আশিস দাস মন্তব্য করেন, তিনি দল ছাড়ছেন কি না বা বিরোধিতা করছেন কি না সে নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু বিজেপি বিধায়ক স্পষ্ট করেছেন, তাঁর অভিযোগ বিপ্লব দেবের এই মন্তব্যের বিরুদ্ধে। একই সঙ্গে সংবাদমাধ্যমের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন আশিস দাস। তিনি বলেন, বিপ্লব দেব সরকারের আমলে যেভাবে সংবাদমাধ্যম আক্রান্ত হয়েছে এর আগে ত্রিপুরায় কখন হয়নি। এখন আশিস দাসের এই বিস্ফোরক মন্তব্য প্রমাণ করছে বিজেপির অন্দরেই বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে, এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি আশিসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না এখন সেটাই দেখার।

আরও পড়ুন- সক্রিয় রাজনীতি থেকে সন্ন্যাস না দলবদল? প্রণব-কন্যার টুইটে তুঙ্গে জল্পনা

 

 

Related articles

নাট্য জগতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু

মঞ্চে নিভেছে আলো, শোকের আবহ বাংলা নাট্য জগতে। চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী ভদ্রা বসু (Bhadra Basu)। শারীরিক অসুস্থতার...

বেতন কমিয়ে পুরানো দলে ফিরলেন জাদেজা, দলবদল সঞ্জুর

  ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই আইপিএলের(IPL) দলবদল নিয়ে চর্চা তুঙ্গে। শনিবার ছিল আইপিএল রিটেনশন লিস্ট জমা দেওয়ার শেষ...

ফরিদাবাদ থেকে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষার সময় বিস্ফোরণ, নওগ্রামে মৃত বেড়ে ৯!

দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Red fort area blast) ঘটনার পর তদন্তে নেমে ফরিদাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক অ্যামোনিয়াম...

আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মের সার্ধশতবর্ষপূর্তিতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

ইতিহাসের পাতায় মাতৃভূমির বীর পুত্র এবং কন্যাদের জন্ম প্রতিনিয়ত ভারতের চেতনার প্রকাশ ঘটিয়েছে। ভগবান বিরসা মুন্ডা নক্ষত্রমণ্ডলের অন্যতম...
Exit mobile version