অ্যামাজনকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২.০’ বলে আক্রমণ পঞ্চজন্যের

এবার ই-কমার্স (E-commerce) সংস্থা অ্যামাজন (Amazon)-কে  ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২.০’ (East India Company 2.0) বলে উল্লেখ করল আরএসএস-এর সাপ্তাহিক পত্রিকা ‘পঞ্চজন্য’। (Panchjanya) ৷ শুধু তাই নয়, ওই পত্রিকায় দাবি করা হয়েছে অ্যামাজন (Amazon) ভারতে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে।

সংঘ ঘনিষ্ঠ এই পত্রিকায় লেখা হয়েছে, ২০০ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি (East India Company) ভারতের দখল নেওয়ার জন্য যে ধরনের কাজ করেছিল অ্যামাজনও ঠিক সেই কাজই করতে চলেছে। আসলে এই সংস্থার লক্ষ্য হল ভারতে আধিপত্য কায়েম করা। নিজেদের লক্ষ্য পূরণে এই সংস্থা কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে। একই সঙ্গে পাঞ্চজন্যে অভিযোগ করা হয়েছে, অ্যামাজনের ওটিটি প্লাটফর্ম ও প্রাইম ভিডিয়োতে যে সমস্ত সিনেমা এবং ওয়েব সিরিজ দেখানো হয় সেগুলি ভারতীয় সংস্কৃতির বিরোধী। উল্লেখ্য, কিছুদিন আগে বহুজাতিক সংস্থা ইনফোসিসের বিরুদ্ধেও দেশ বিরোধী কাজের অভিযোগ করেছিল পাঞ্চজন্য।

আরও পড়ুন- করোনার প্রভাব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে