৭ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত ১৭৯

উৎসব মরসুমে দেশবাসীকে খানিক স্বস্তি দিয়ে নিচের দিকে নামলো করোনার গ্রাফ(covid graph)। মার্চ মাসের পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ নেমে এলো ২০ হাজারের নিচে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে(Central health and family welfare ministry) দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৭৯৫। সমানতালে নেমেছে দৈনিক মৃত্যুর হার। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৭৯ জন।

আরও পড়ুন:উৎসবের মরসুমে জ্বালানির দামে ছ্যাঁকা, ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে করোনাকে হারিয়ে দেশে সুস্থতার হার ৯৭.৭৮ শতাংশ। শেষ ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৩০ জন। ফলস্বরূপ অ্যাক্টিভ দেশের সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯২ হাজার ২০৬ হয়েছে। দেশজুড়ে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬। এখনো পর্যন্ত এখনও পর্যন্ত করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৯ লক্ষ ৩১ হাজার ৯৭২। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪। পাশাপাশি দেশ জুড়ে এখনো পর্যন্ত ৮৬ কোটি ১ লক্ষ ৫৯ হাজার ১১ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।