Wednesday, August 20, 2025

জল্পনা মতোই কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার (Kankaiya Kumar)। আর যোগদানের আগেই বিতর্ক উস্কে দিলেন কানহাইয়া। নিজের দলীয় কার্যালয় থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন খুলে নিলেন তিনি। CPI-এর বিহারের রাজ্য সম্পাদক রাম নরেশ পাণ্ডে (Naresh Pandey) জানান, নিজের খরচেই পাটনার পার্টি অফিসে AC মেশিন লাগিয়েছিলেন কানহাইয়াই। “সম্প্রতি সেটি খুলে নিয়ে যাওয়া হয়েছে”। এই ঘটনায় হতবাক বিহারের বাম ঌকর্মী-সমর্থকরা। কানহাইয়ার এহেন অচরণে ক্ষুব্ধ অনেকেই। তবে, কানহাইয়ার মতো ইয়ুথ আইকনকে ধরে রাখতে না পারায় অনেকে আবার পার্টি নেতৃত্বকেই দুষছেন।

বিহারের CPI রাজ্য সম্পাদক বলেন, ৪ ও ৫ তারিখ দিল্লিতে পার্টির এক্সিকিউটিব কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন কানহাইয়া। কিন্তু তখন একবারের জন্য মনে হয়নি তিনি দলবদল করবেন। তিনি দলের কাছে কখনও কোনও পদের জন্য দাবি করেননি।

এদিকে, মঙ্গলবার সকালেই বামেদের এই পোস্টার বয়কে দলে স্বাগত জানিয়ে দিল্লিতে কংগ্রেস অফিসের বাইরে পোস্টার নজরে পড়ে। পোস্টারে রাহুল গান্ধীর সঙ্গেই ছবি রয়েছে কানহাইয়ার।তবে, ইতিমধ্যেই তাঁকে ‘গদ্দার’ আখ্যা দিতে শুরু করেছেন যুব বামপন্থী কর্মীরা।

 

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version