Monday, May 5, 2025

সম্প্রীতির নজির! মন্দির বাঁচাতে আদালতের দ্বারস্থ মুসলিমরা

Date:

মন্দির বাঁচাতে আদালতে গিয়ে ভারতীয় সম্প্রীতির নজির দেখালেন দিল্লির মুসলিমরা। দিল্লির জামিয়া নগরের নুর নগর এলাকায় একটি মন্দির অবৈধভাবে ভেঙে ফেলার পরিকল্পনা বানচাল করে দিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে এক আবেদনে হাইকোর্টকে জানানো হয়, এলাকার কিছু অসাধু প্রোমোটার ওই মন্দির ভেঙে বহুতল গড়ে তুলতে চায়। ওই প্রোমোটাদের সঙ্গে যোগ দিয়েছে কিছু স্থানীয় দুষ্কৃতী। কিন্তু তাঁরা চান না, কোনোভাবেই ওই মন্দিরটি ভেঙে ফেলা হোক।

ওই আবেদনে আরও বলা হয়েছে, মন্দিরটি ভেঙে ফেলার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। এমনকী, মন্দির চত্বরে থাকা একটি ধর্মশালা খুব দ্রুত ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ ৫০ বছর আগে মন্দিরটি তৈরি হয়েছিল। সেখানে প্রতিদিনই পুজোপাঠ হয়ে থাকে। মন্দিরটি যাতে অসাধু প্রমোটাররা কোনওভাবেই ভাঙতে না পারে সে বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।

আরও পড়ুন- দিল্লির দাঙ্গা ছিল পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র, পর্যবেক্ষণ হাইকোর্টের

শুধু তাই নয় ওই আবেদনে বলা হয়েছে, মন্দির ভাঙাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায় সে বিষয়টিও যেন সুনিশ্চিত করে আদালত। ওই আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের নেতৃত্বাধীন বেঞ্চ ইতিমধ্যেই দিল্লি পুলিশকে এক নির্দেশ জানিয়েছে, কোনওভাবেই যাতে ওই মন্দিরের গায়ে একটি আঁচড়ও না লাগে তা দেখবে পুলিশ। পাশাপাশি এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও পুলিশকে যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে। জামিয়ানগর এলাকার এই ঘটনা গোটা দেশের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন বলে সকলেই মনে করছেন।

 

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version