Monday, August 25, 2025

সম্প্রীতির নজির! মন্দির বাঁচাতে আদালতের দ্বারস্থ মুসলিমরা

Date:

মন্দির বাঁচাতে আদালতে গিয়ে ভারতীয় সম্প্রীতির নজির দেখালেন দিল্লির মুসলিমরা। দিল্লির জামিয়া নগরের নুর নগর এলাকায় একটি মন্দির অবৈধভাবে ভেঙে ফেলার পরিকল্পনা বানচাল করে দিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। মুসলিম সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে এক আবেদনে হাইকোর্টকে জানানো হয়, এলাকার কিছু অসাধু প্রোমোটার ওই মন্দির ভেঙে বহুতল গড়ে তুলতে চায়। ওই প্রোমোটাদের সঙ্গে যোগ দিয়েছে কিছু স্থানীয় দুষ্কৃতী। কিন্তু তাঁরা চান না, কোনোভাবেই ওই মন্দিরটি ভেঙে ফেলা হোক।

ওই আবেদনে আরও বলা হয়েছে, মন্দিরটি ভেঙে ফেলার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি মূর্তি সরিয়ে ফেলা হয়েছে। এমনকী, মন্দির চত্বরে থাকা একটি ধর্মশালা খুব দ্রুত ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ ৫০ বছর আগে মন্দিরটি তৈরি হয়েছিল। সেখানে প্রতিদিনই পুজোপাঠ হয়ে থাকে। মন্দিরটি যাতে অসাধু প্রমোটাররা কোনওভাবেই ভাঙতে না পারে সে বিষয়ে হস্তক্ষেপ করুক আদালত।

আরও পড়ুন- দিল্লির দাঙ্গা ছিল পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র, পর্যবেক্ষণ হাইকোর্টের

শুধু তাই নয় ওই আবেদনে বলা হয়েছে, মন্দির ভাঙাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায় সে বিষয়টিও যেন সুনিশ্চিত করে আদালত। ওই আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি সঞ্জীব সচদেবের নেতৃত্বাধীন বেঞ্চ ইতিমধ্যেই দিল্লি পুলিশকে এক নির্দেশ জানিয়েছে, কোনওভাবেই যাতে ওই মন্দিরের গায়ে একটি আঁচড়ও না লাগে তা দেখবে পুলিশ। পাশাপাশি এলাকায় যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়েও পুলিশকে যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে। জামিয়ানগর এলাকার এই ঘটনা গোটা দেশের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন বলে সকলেই মনে করছেন।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version