Thursday, August 28, 2025

বিজেপি যোগের জল্পনা উস্কে অমিত শাহের বাসভবনে গেলেন অমরিন্দর সিং!

Date:

কয়েকদিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তারপর থেকেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। এর মধ্যেই কংগ্রেসের প্রবীণ নেতা অমরিন্দর সিং গেলেন বিজেপি নেতা অমিত শাহের বাসভবনে। রাজ্যের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর কয়েক দিন পরেই কেন তিনি বিজেপি নেতার বাড়িতে? উঠছে প্রশ্ন।

আজ, বুধবার সন্ধে ৬ টায় অমিত শাহের বাসভবনে গিয়েছিলেন অমরিন্দর সিং। এক ঘণ্টার বেশি সময় ধরে তিনি শাহর সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকরা অমরিন্দর সিংকে বিজেপিতে যোগদানের কথা জিজ্ঞেস করলে তিনি বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন।

আরও পড়ুন-গোয়ায় নতুন সূর্যোদয় হবে, আমাদের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে: অভিষেক

চলতি মাসের শুরুর দিকে অমরিন্দর সিং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগেই তাঁর ইস্তফা দেওয়া রাজনৈতিক মহলের একাংশ ভালো চোখে নিতে পারেনি। টিম অমরিন্দর সিং আজকের সাক্ষাৎকারকে সৌজন্য সাক্ষাৎ বলেই আখ্যা দিয়েছে। তবে এই সাক্ষাৎ যে নেহাত সৌজন্যের নয়, সেটা ভালোভাবেই টের পাচ্ছে রাজনৈতিক মহল।

বিগত কয়েক বছর ধরেই অমরিন্দর সিং বনাম নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্ব চলছে। তবে সম্প্রতিই তা চরমে ওঠে। সিধু পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব গ্রহণ করার পরই সিধু ঘনিষ্ঠ বিধায়করা মুখ্যমন্ত্রী পদ থেকে অমরিন্দর সিংকে সরানোর দাবি জানান। রীতিমত চাপের মুখে পড়ে কিছুদিন আগে নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। এভাবে বারবার অপমান করায় ক্ষোভ উগরেও দেন তিনি। অমরিন্দর সিংয়ের পরবর্তী সময়ে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে দলিত শিখ নেতা চরণজিৎ সিং চন্নিকে।

 

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version