Wednesday, August 27, 2025

NHRC-র ‘ভুয়ো’ রিপোর্ট, নেই পূর্ণাঙ্গ তথ্য: সিব্বলের সওয়ালে কোণঠাসা কেন্দ্র

Date:

বাংলায় ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় কোণঠাসা কেন্দ্র।মঙ্গলবার, নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলায় শুনানিতে মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। এর প্রেক্ষিতেই এদিন বিচারপতি বিনীত সরণ ও বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

আরও পড়ুন: জঙ্গিপুর-সামশেরগঞ্জের সব বুথে কেন্দ্রীয় বাহিনী, সীমান্তবর্তী এলাকায় নজরদারি

আদালতে তথ্য দিয়ে কপিল সিব্বল জানান, কমিশনে রিপোর্টে প্রচুর ভুয়ো অভিযোগ দায়ের হয়েছে। যাঁর খুনের অভিযোগ দায়ের হয়েছে বাস্তবে যিনি জীবিত। যে সময়ের হিংসার ঘটনার কথা বলা হচ্ছে, সেই সময় বাংলায় আইনশৃঙ্খলার দায়িত্বে ছিল নির্বাচন কমিশন। এই সময়ের মধ্যে ঘটনার দায় রাজ্য প্রশাসনের উপর বর্তায় কীভাবে? পাশাপাশি, মানবাধিকার কমিশনের যে রিপোর্টকে ভিত্তি করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে, তার কোনও কপি রাজ্যকে দেওয়ায় হয়নি। ফলে তদন্তে সমস্যা তৈরি হয়। সিব্বল বলেন, ধর্ষণের অভিযোগ করা হয়েছে। অথচ ধর্ষিতাদের পরিচয় না জানায় তদন্ত করা সম্ভব হচ্ছে না।

কমিশনের তিন সদস্যের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন আইনজীবী কপিল সিব্বল। এই সওয়ালের প্রেক্ষিতে কেন্দ্র, জাতীয় মানবাধিকার কমিশন এবং নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর। তবে, শীর্ষ আদালতের নোটিশে চাপে স্বরাষ্ট্রমন্ত্রক। NHRC-এর রিপোর্টকে সঠিক প্রমাণ করার দায় এখন কেন্দ্রের।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version