উয়েফা চ্যাম্পিয়ন্স(UEFA Champions) লিগে গ্রুপ পর্বের খেলায় দুরন্ত জয় পেল পিএসজি( PSG)। এদিন তারা ২-০ গোলে হারাল ম্যাঞ্চেস্টার সিটিকে( Manchester city)। পিএসজির হয়ে গোল দুটি করেন লিওনেল মেসি এবং ইদ্রিসা গুয়ে।
অবশেষে প্রতীক্ষার অবসান। নতুন ক্লাবে এসে গোল পেলেন মেসি। মঙ্গলবার রাতের ম্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ চালাতে শুরু করে মেসি, এমবাপ্পে, নেইমাররা। যার ফলে ম্যাচের ৮ মিনিটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ইদ্রিসা গুয়ে। তারপর ম্যাচে ফেরার চেষ্টা চালায় গুয়ার্দিওয়ালার দল। ম্যাচের ২৮ মিনিটে রাহিম স্টার্লিংয়ের হেডার বারে লাগে, যার রিবাউন্ডে মাত্র দুই গজ থেকে গোল করতে ব্যর্থ হন বার্নান্ডো সিলভা। একাধিকবার আক্রমণে উঠলেও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয় সিটি।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলেও আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। কিন্তু এর মধ্যে আক্রমণে উঠে ম্যাচের ৭০ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি। এমবাপ্পের সাথে ওয়ান-টু খেলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দর্শনীয় শটে পিএসজি জার্সিতে নিজের প্রথম গোল করেন মেসি। আর এর জেরে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে নেয় পিএসজি।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস