আজ নিম্নচাপের জেরে ভাসতে পারে রাজ্যের একাধিক জেলা

0
1

নিম্নচাপের শক্তি ক্রমেই বাড়ছে । মঙ্গলবার রাতভোর কখনও হালকা অথবা কখনও ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় । সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া । যার জেরে আজ বুধবার ভাসতে পারে দক্ষিণবঙ্গ।

নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে৷ যার সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬০ কিলোমিটার৷ উত্তাল থাকবে সমুদ্র। তাই, মৎস্যজীবীদির সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বুধবার রাজ্যের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাঁকুড়া- পুরুলিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির হতে পারে৷ এ কারণে এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ও দুই ২৪ পরগনায় এবং দুই বর্ধমানে৷ এই জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে৷
নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে৷ যার সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬০ কিলোমিটার৷ উত্তাল থাকবে সমুদ্র। তাই, মৎস্যজীবীদির সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।