Thursday, December 18, 2025

দলের করুণ অবস্থা দেখে আমি মর্মাহত ও অসহায়, টুইট চিদম্বরমের

Date:

Share post:

কানহাইয়ার কংগ্রেস যোগে যেটুকু উদ্দীপনা তৈরী হয়েছিল কর্মী-সমর্থকদের মধ্যে, দলীয় কোন্দলে তা ক্রমশ স্তিমিত হয়ে যাচ্ছে। অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে পাঞ্জাব গোয়ার মত রাজ্যগুলিতে। কংগ্রেস ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং(Amarinder Singh)। শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভ শুরু হয়েছে প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বলের(Kapil sibal) বাড়ির সামনে। দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুললেন আর এক প্রবীণ কংগ্রেস(Congress) নেতা পি চিদম্বরম(P Chidambaram)। টুইটে তিনি লিখলেন, দলের করুণ অবস্থা দেখে তিনি মর্মাহত।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটে দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। টুইটে তিনি লেখেন, “যখন দলের মধ্যে অর্থপূর্ণ আলোচনা শুরু করতে পারি না তখন রীতিমত অসহায় লাগে। যখন সহকর্মী তথা সাংসদের বাড়ির সামনে ছবিতে দেখি কংগ্রেস কর্মীরা স্লোগান তুলছেন তখন মর্মাহত হই। চূড়ান্ত অসহায় লাগে।”

আরও পড়ুন-বরফ গলছে পাঞ্জাবে: চান্নি সাক্ষাতে মনবদল সিধুর, থাকছেন সভাপতি পদেই

প্রসঙ্গত, কংগ্রেসের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি সরব হয়েছিলেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল। তিনি প্রশ্ন তোলেন, “দলে এখনো পর্যন্ত কোন সভাপতি নেই। তাহলে কংগ্রেসের দলীয় সিদ্ধান্ত কারা নিচ্ছেন?” প্রবীণ নেতার এহেন টুইটের পর স্বাভাবিকভাবেই দলের অন্দরে শোরগোল পড়ে যায়। এরপরই বুধবার রাতে কপিল সিব্বলের বাড়ির সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি এখানেই থামেনি, বুধবারই জি-২৩এর তরফেও সোনিয়া গান্ধীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত কার্যকরী কমিটির বৈঠক ডাকার আবেদন জানান আর এক প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ। দলের এমন চরম পরিস্থিতির মাঝে কপিল সিব্বল, গুলাম নবি আজাদের মত নেতৃত্বের পাশে দাঁড়িয়ে সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজের অসহায়তার কথা তুলে ধরলেন পি চিদম্বরম।

advt 19

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...