বন্যা পরিস্থিতির আশঙ্কা, ৫ জেলার ডিএমকে সর্তক থাকতে বললেন মুখ্যসচিব

বন্যা পরিস্থিতির আশঙ্কায় ৫ জেলার ডিএমকে সতর্ক থাকতে বললেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির ফলে ডিভিসির ছাড়া জলে পশ্চিমবঙ্গে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডিভিসির জলে ৫ জেলা-হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান- এই তিন জেলার জন্য ৩ কলাম সেনা চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে রাজ্য সরকার। এমনটাই খবর সূত্রের। অন্যদিকে বীরভূম ও বাঁকুড়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।

আরও পড়ুন-দলের করুণ অবস্থা দেখে আমি মর্মাহত ও অসহায়, টুইট চিদম্বরমের

ইতিমধ্যেই ২ লক্ষ ৪৮ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি। বীরভূমের হিংলো জলাধার থেকে ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। বিপর্যয়ের আশঙ্কায় এরইমধ্যে সতর্ক করা হয়েছে জেলার সমস্ত ব্লককে।

advt 19

 

Previous articleদলের করুণ অবস্থা দেখে আমি মর্মাহত ও অসহায়, টুইট চিদম্বরমের
Next articleতা তা থৈ থৈ-এর পরে এবার পিয়ানোয় টুংটাং শোভন-বৈশাখীর