Thursday, May 15, 2025

এবার অসম, সুস্মিতার হাত ধরে বিজেপি-কংগ্রেস থেকে তৃণমূলে যোগ ১৫০-র বেশি নেতা-কর্মীর

Date:

Share post:

ত্রিপুরা, গোয়ার পর এবার অসমেও(Assam) তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত রইলো। শুক্রবার শিলচর কাছাড় ক্লাবে ১৫০ জন যোগ দেন তৃণমূল কংগ্রেসে(TMC)। সাংসদ সুস্মিতা দেবের(Sushmita Dev) হাত থেকে তাঁরা দলীয় পতাকা গ্রহন করেন।

এর মধ্যে বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি অনাদি ভট্টাচার্যও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি বিজেপির সোশ্যাল মিডিয়া দেখভালের দায়িত্বে ছিলেন। তিনি ছাড়াও তাঁর সঙ্গে আরও ৩৬ জন বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। বাকিরা এসেছেন কংগ্রেস থেকে। শুধু যে নিজেরা এসেছেন তা নয়। তাঁদের পরিবারের সদস্যরাও এদিন যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।

আরও পড়ুন:রাজ্যের মুকুটে নয়া পালক: মাথাপিছু আয়বৃদ্ধিতে দেশে শীর্ষে বাংলা, জানালেন অমিত

শিলচর থেকে সাংসদ সুস্মিতা দেব জানালেন, বর্তমানে অসমে বিরোধী বলে কিছু নেই। শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর তাঁদের নেতাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না৷ বিজেপির অপশাসনে অসমের মানুষের দম বন্ধ হয়ে যাচ্ছে। আমজনতা বিকল্প চাইছে। কংগ্রেসের ওপর অসমবাসির কোনও আস্থা নেই। হিমন্ত বিশ্বশর্মা এখানে যা খুশি তাই করছেন। তাঁর মুখের ওপর কথা বলার মতো এখানে কেউ নেই৷ একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই পারে অসমে বিজেপিকে হারাতে।

সুস্মিতা দেব কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই অসম জুড়ে আলোড়ন পরে গিয়েছিল। ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ঝাঁঝালো আন্দোলন মন ছুঁয়েছে পুরো উত্তর-পূর্বের মানুষেেরই। এরপর গোয়ার দুবারের মুখ্যমন্ত্রী লুইজিনহ ফেলারিও সহ একঝাঁক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় গোটা দেশই এখন চর্চায় রয়েছে দল। এবার অসমেও শুরু হল তৃণমূল কংগ্রেসে যোগপর্ব।

advt 19

 

spot_img

Related articles

পাকিস্তান ভেঙে দু’টুকরো! স্বাধীন বালুচিস্তান ঘোষণা বিদ্রোহী নেতার, কী বার্তা বন্ধু ভারতকে

অপারেশন সিন্দুরে ভারতের হাতে মার খাওয়ায় পর গৃহযুদ্ধে বেসামাল পাকিস্তান। বালুচ-বিদ্রোহী নেতারা এবার সরাসরি স্বাধীন বালুচিস্তান (Balochistan) ঘোষণা...

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...