ঘাটালে জলের তোড়ে ভাঙল দোতলা বাড়ি, দেখুন দুর্ঘটনার সময়ের ভিডিও

প্লাবনে বিপর্যস্ত ঘাটালে (Ghatal) জলের তোড়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি। মনসুখায় এলাকায় একটি এই দুর্ঘটনা ঘটে৷ যদিও বাড়িটিতে বাসিন্দা না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি৷ তবে, ঘাটাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে জলে ডুবে চার বছরের একটি শিশুর মৃত্যুর খবর মিলেছে৷ সেখানে নদীগুলির জলস্তর যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে জেলা প্রশাসন৷

নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে ইতিমধ্যেই ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ড প্লাবিত৷ শুক্রবার, ঘাটালের মনসুখা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি (House)। সেই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও, এ দিন সকালেই ৬ নম্বর ওয়ার্ডের গম্ভীরনগরে ৪ বছরের একটি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে৷ ইতিমধ্যেই ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কেও জল উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:বিজেপির রাজনৈতিক সার্কাসের অন্যতম জোকার কল্যাণ চৌবে! কেন এমন বললেন কুণাল?

ঝাড়খণ্ডে (Jhargram) প্রবল বর্ষণের জেরে দুর্গাপুর ব্যারেজ-সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি (VDC)৷ অন্যদিকে, বাঁকুড়ার (Bankura) মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া জল গড়বেতার দিক থেকে শীলাবতী নদীর মাধ্যমে ঘাটালে ঢুকছে৷ নদীগুলি জলস্তর বেশি থাকায় ঘাটালের জমে থাকা জল বেরোতে পারছে না৷

এ বছরের বর্ষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ঘটালের প্লাবনের পরিস্থিতি পরিদর্শনে যান৷ ঘাটাল মাস্টার প্ল্যান (Master Plan) কার্যকর করার দাবি নিয়ে দিল্লিতে রাজ্যের প্রতিনিধিদলও পাঠান তিনি৷ কিন্তু এখনও কেন্দ্রের তরফে কোনও সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি৷ সেইকারণে বছরের পর বছর ধরে জলযন্ত্রনা থেকে মুক্তি নেই ঘাটালের৷

advt 19

 

Previous articleতিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক হাতছাড়া অতনু-দীপিকার
Next articleতালিবানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি আমেরিকার! পেন্টাগনের মন্তব্যে জোর জল্পনা