Saturday, August 23, 2025

লক্ষ্য রেকর্ড মার্জিন, গান্ধী জয়ন্তী থেকেই খড়দহে ঝাঁপিয়ে পড়ছেন কৃষিমন্ত্রী শোভনদেব

Date:

একুশের বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্র তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন কাজল সিনহা। কিন্তু নিজের চোখে সেই জয় দেখে যাওয়া হয়নি তাঁর। মারণ ভাইরাস করোনা প্রাণ কেড়ে নেয় কাজল সিনহার। তাঁর ছেড়ে যাওয়া আসনে এবার উপনির্বাচন ৩০ অক্টোবর। এবার নিশ্চিত জেতা আসনে সেখানে শাসক তৃণমূলের প্রার্থী রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যিনি একুশের ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে ২৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। তারপর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ওই আসন তিনি ছেড়ে দেন। যেখানে গতকাল, বৃহস্পতিবার উপনির্বাচন হয়েছে।

দলনেত্রীকে রেকর্ড মার্জিনে জেতানোর তাগিদে গত কয়েক সপ্তাহ ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের প্রচারের কাজে ব্যস্ত ছিলেন শোভনদেববাবু। এই কাজে দিনরাত এক করে দিয়েছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা। ভবানীপুরের ভোট শেষ। এবার পাখির চোখ খড়দহ। আগামিকাল, ২ অক্টোবর জাতির জনক মহত্মা গান্ধীর জন্মজয়ন্তী। তাঁকে শ্রদ্ধা জানিয়েই খড়দহে এবার খড়দহে জোরদার প্রচার শুরু করতে চলেছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন- স্কুল-ফি না দিলেও বসতে দিতে হবে পরীক্ষায়, নির্দেশ হাইকোর্টের

তবে অনেক আগে থেকেই খড়দহের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় যোগদান ছিল শোভনদেব চট্টোপাধ্যায় এবং তাঁর ছোট ছেলে সায়নদেবের। এর অনেক আগে প্রয়াত কাজল সিনহার বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

তৃণমূল সূত্রে খবর, শনিবার খড়দহে উপনির্বাচনের জন্য একটি কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন শোভনদেব চট্টোপাধ্যায়।

 

Related articles

কেরলে মহেশতলার গণধর্ষিতা তরুণীর সঙ্গে দেখা করতে বরাদ্দ ১ মিনিট! কী লুকোতে চাইছে বামসরকার

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে দাঁড়াতে টিম পাঠিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

পূর্ব ভারতের ইতিহাসে প্রথম! হাড়ের ব্যাঙ্ক চালু হচ্ছে SSKM হাসপাতালে

আরও এক ধাপ এগোল বাংলা। পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথম। চালু হচ্ছে হাড়ের ব্যাঙ্ক। এসএসকেএমের অ্যানেক্স শম্ভুনাথ পণ্ডিত...

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...
Exit mobile version