টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) না হলেও, যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে( Youth world championships) করে দেখালেন মানু ভাকের( Manu Bhaker)। পেরুর লিমায় আয়োজিত আইএসএসএফ যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনার পদক জিতলেন মানু ভাকের। একই ইভেন্টে রুপো জিতলেন এষা সিং।

ফাইনাল ইভেন্টে ভারতেরই এশা সিংকে পিছনে ফেলে ২৪১.৩ স্কোর করে সোনা জিতলেন মানু। দ্বিতীয় স্থানে শেষ করা এশা স্কোর করেন ২৪০, আর তৃতীয় স্থানে তুরক্সের ইয়াসেমিন ইয়ালমাজ।

এদিকে চলতি যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের তালিকায় এগিয়ে ভারত, তবে মানুই প্রথম সোনা ঘরে তুললেন।

আরও পড়ুন:রূপিন্দর পাল সিং-এর পর এবার অবসর নিলেন বীরেন্দ্র লাকরা

