রূপিন্দর পাল সিং-এর পর এবার অবসর নিলেন বীরেন্দ্র লাকরা

রূপিন্দর পাল সিং( Rupinder Pal Singh)-এর পর এবার অবসর নিলেন ভারতীয় হকি দলের আরেক খেলোয়াড় বীরেন্দ্র লাকরা( Birendra Lakra)। শুক্রবার অবসরের কথা জানায় এই ডিফেন্ডার।

এদিন হকি ইন্ডিয়ার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, “একজন দুরন্ত ডিফেন্ডার এবং ভারতীয় পুরুষ হকি দলের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ওড়িশার এই তারকা ভারতীয় দল থেকে নিজের অবসর ঘোষণা করলেন। অবসর জীবন সুখের হোক, বীরেন্দ্র লাকরা।”

ভারতের হয়ে মোট ২০১টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন বীরেন্দ্র। ২০২১ টোকিও অলিম্পিক্স ছাড়াও ২০১৪ সালের ইঞ্চিওন এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বীরেন্দ্র। ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি।

আরও পড়ুন:গোলাপী বলের টেস্টে অনন্য নজীর গড়লেন স্মৃতি


 

Previous articleঅসমে উপ-নির্বাচনে একাই লড়বে কংগ্রেস
Next articleসেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান, নিহত ১ জঙ্গি