Thursday, November 6, 2025

জ্বালানির দামে জ্বালা, পুজোর মরসুমে একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

পুজোর মুখে একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। এবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হল। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।  পুজোর সময় বাণিজ্যিক সিলিন্ডারের চাহিদা স্বভাবতই বেশি থাকে। কিন্তু অস্বাভাবিক হারে সিলিন্ডারের দামবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

পুজোর সময় রেস্তোরাঁর ও হোটেলগুলিতে খাবারের চাহিদা অনান্য সময়ের তুলনায় বেশি থাকে। তাই পুজোর আগেই বড়সড় ধাক্কার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, ৫ কেজি সিলিন্ডারেরও দাম বেড়েছে। এখন থেকে ৫ কেজির এফটিএল সিলিন্ডারের নতুন কানেকশন নিতে গেলে খরচ হবে ১৪৪৬.৫০টাকা।  রিফিল সিলিন্ডারের জন্য ৫০২ টাকা ৫০ পয়সা খরচ পড়বে। জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে খাবারের দামও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অতিমারী পর্বে পুজোর আগে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে।

আরও পড়ুনঃ তা তা থৈ থৈ-এর পরে এবার পিয়ানোয় টুংটাং শোভন-বৈশাখীর:

গত মাসেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে। তা দিতেই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। তার ওপর রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বাড়লেও, সেই তুলনায় তলানিতে পৌঁছেছে সরকারি ভর্তুকি। সব মিলিয়ে মধ্যবিত্তের মাথায় হাত। করোনাকালে এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। কাজ হারিয়েছেন বহু মানুষ। আবার অনেকের বেতন কমেছে। এই অবস্থায় পকেটে টান পড়া অসংখ্য মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম।

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version