Saturday, August 23, 2025

জ্বালানির দামে জ্বালা, পুজোর মরসুমে একলাফে অনেকটাই বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

পুজোর মুখে একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের। এবার থেকে ১৯ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৩৫ টাকা বাড়ানো হল। এই দামবৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১ হাজার ৮০৫ টাকা ৫০ পয়সা।  পুজোর সময় বাণিজ্যিক সিলিন্ডারের চাহিদা স্বভাবতই বেশি থাকে। কিন্তু অস্বাভাবিক হারে সিলিন্ডারের দামবৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।

পুজোর সময় রেস্তোরাঁর ও হোটেলগুলিতে খাবারের চাহিদা অনান্য সময়ের তুলনায় বেশি থাকে। তাই পুজোর আগেই বড়সড় ধাক্কার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। শুধু তাই নয়, ৫ কেজি সিলিন্ডারেরও দাম বেড়েছে। এখন থেকে ৫ কেজির এফটিএল সিলিন্ডারের নতুন কানেকশন নিতে গেলে খরচ হবে ১৪৪৬.৫০টাকা।  রিফিল সিলিন্ডারের জন্য ৫০২ টাকা ৫০ পয়সা খরচ পড়বে। জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণে খাবারের দামও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অতিমারী পর্বে পুজোর আগে দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মধ্যবিত্তের পকেটে টান পড়তে চলেছে।

আরও পড়ুনঃ তা তা থৈ থৈ-এর পরে এবার পিয়ানোয় টুংটাং শোভন-বৈশাখীর:

গত মাসেই বেড়েছিল রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৪.২ কেজি LPG-র সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে। তা দিতেই নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। তার ওপর রান্নার গ্যাসের দাম উত্তরোত্তর বাড়লেও, সেই তুলনায় তলানিতে পৌঁছেছে সরকারি ভর্তুকি। সব মিলিয়ে মধ্যবিত্তের মাথায় হাত। করোনাকালে এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। কাজ হারিয়েছেন বহু মানুষ। আবার অনেকের বেতন কমেছে। এই অবস্থায় পকেটে টান পড়া অসংখ্য মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে জ্বালানি ও রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version