ম‍্যানইউর সেরার পুরস্কার পেলেন রোনাল্ডো

পুরোনো ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডে ( Manchester United) ফিরেই সেরার পুরস্কার পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo)। সকলকে অবাক করে দিয়ে জুভেন্তাস থেকে ম‍্যানইউতে সই করেন পর্তুগিজ সুপারস্টার।  আর তারপর থেকেই  নিজের জাদু দেখিয়েই চলেছেন সিআরসেভেন। প্রথম ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। এরপর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ভিল্লারিয়ালের বিরুদ্ধে শেষ মিনিটে গোল করে ইউনাইটেডকে জেতান রোনাল্ডো। আর এই অসাধারণ কামব্যাকের পরই, সেপ্টেম্বর মাসে ম্যানইউর সেরা ফুটবলারের পুরষ্কার পেলেন রোনাল্ডো। সমর্থকদের ভোটের মাধ্যমে এই পুরষ্কার জিতে নেন পর্তুগিজ তারকা।

এই পুরস্কারে রোনাল্ডো হারান ডেভিড ডে গিয়া, জেসে লিংগার্ড ও মেসন গ্রিনউডকে। তিনকাঠির নিচে অসাধারণ ছিলেন ডি গিয়া, ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে পেনাল্টি সেভ, ভিল্লারিয়ালের বিরুদ্ধে নিশ্চিত গোল বাঁচানোর পাশাপাশি বেশ কিছু ম্যাচ একা হাতে বাঁচান স্প্যানিশ গোলকিপার। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে শেষমেশ খেতাব জয় করে নেন রোনাল্ডো।

আরও পড়ুন:জলের তলায় জ‍্যাভলিন থ্রো নীরজের, ভাইরাল ভিডিও