Monday, August 25, 2025

বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ পার্টি (Cordelia Cruise Party) থেকে কয়েক হাজার কোটি টাকার মাদকসহ (Drug) আটক বলিউড (Bollywood) তারকা শাহরুখ খান -পুত্র আরিয়ান (Sharukh khan son Arian Khan) । আরিয়ানকে (StarKid Arian) মাদকসহ (Drug) গ্রেফতার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) । জানা গিয়েছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও শাহরুখ খানের তরফ থেকে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করা হয়নি বলিউডের কোনো তারকাই এই নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাননি।

মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে বিলাসবহুল ক্রুজে (Cordelia Cruise) বিশেষ অভিযান চা‌লিয়ে শাহরুখপুত্র সহ মোট ১০ জনকে আটক করেছেন এনসিবি-র আধিকারিকরা।সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে নিষিদ্ধ দামি মাদক। শনিবার রাতে এনসিবি-র হাতে আটক হওয়া ওই ১০ জনের মধ্যে বলিউডের প্রথম সারির এক তারকার পুত্রও রয়েছেন বলে জানা গিয়েছে। প্রথমটায় শাহরুখপুত্রর নাম প্রকাশ্যে আনা হয়নি । কিন্তু পরে আরিয়ান খানের পরিচয় জানা যায় । রবিবার তাঁদের সকলকে মুম্বই নিয়ে আসা হয়েছে।

নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে জানা গিয়েছে, ওই বিলাসবহুল কর্দেলিয়া ক্রুজে মাদক পার্টি পার্টির আয়োজন করা হয়েছে সে খবর এনসিবি কর্তাদের কাছে আগে থেকেই ছিল সেই খবর অনুযায়ী শনিবার রাতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া ক্রুজে উঠে পড়েন আধিকারিকেরা। মুম্বই থেকে গোয়ার উদ্দেশে ক্রুজ রওনা দেওয়ার কিছু পরেই শুরু হয় পার্টি। উদ্দাম নাচ ডিজে বক্স চালিয়ে গান সেই সঙ্গে মাদক সেবন । গভীর রাতে যখন অধিকাংশই মাদকসেবনে বুঁদ হয়ে, তখন তাদের হাতেনাতে ধরে ফেলেন এনসিবির আধিকারিকেরা। বাজেয়াপ্ত হয় প্রচুর টাকার নিষিদ্ধ মাদক। তার মধ্যে কোকেন, হাশিশ, এমডিএমএ-র মতো মাদকও রয়েছে। আটক করা হয় মাদকসেবনরত ১০ জনকে।

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version